বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
মাঝপথে ভেন্যু বদল, সাড়ে চার ঘণ্টার ম্যাচে জয় বাংলাদেশের
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:৫৯ এএম আপডেট: ১৬.০৭.২০২৫ ২:০৪ এএম |


 
 


  মাঝপথে ভেন্যু বদল, সাড়ে চার ঘণ্টার ম্যাচে জয় বাংলাদেশের

 

সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ-ভুটান ম্যাচ অনেক ঘটনার সাক্ষী। ম্যাচের মধ্যবিরতির পর কিংস অ্যারেনায় খেলা শুরু হয়নি মাঠ অনুপযুক্ত থাকায়। পৌনে তিন ঘণ্টা পর কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলার দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ৪-১ গোলে জয়লাভ করে। ফুটবলে বডিলি শিফট, খেলা বিলম্ব অনেক ঘটনাই ঘটে থাকে। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ এক ভেন্যুতে শুরু হয়ে আরেক ভেন্যুতে শেষ হওয়ার কীর্তি কেউ এখন পর্যন্ত মনে করতে পারেনি। এমন বিরল কীর্তি বিশ্ব ফুটবলেও হয়তো কদাচিৎ। এমন ঘটনাবহুল ম্যাচটি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মনে রাখবে দীর্ঘদিন। ম্যাচের প্রথমার্ধে শান্তি মারডির গোলে বাংলাদেশ এগিয়ে ছিল। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার এই ম্যাচের একাদশে পরির্তন এনেছিলেন। ফলে শক্তিমত্তায় পিছিয়ে থাকায় খেলার প্রভাবে পরিবর্তন ছিল। পাশাপাশি মাঠ বৃষ্টিতে অনেক ভারী হওয়ায় বাংলাদেশ-ভুটান কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধ শুরুর সময় রেফারি খেলা আধ ঘণ্টা বিলম্ব শুরুর সিদ্ধান্ত নেন। রেফারি ও ম্যাচ কমিশনার আধ ঘণ্টা পর মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর মতো মনে করেননি। কিংস অ্যারেনার গ্রাউন্ড স্টাফরা প্রাণান্ত চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। বাইলজ অনুযায়ী ম্যাচ দুই দফা আধ ঘণ্টা পর্যন্ত স্থগিত করা যায়। এরপর বিষয়টি চলে যায় টুর্নামেন্ট কমিটির কাছে।

বাংলাদেশ ও ভুটান দুই দলের সঙ্গে ম্যাচ এক ঘণ্টা বিলম্ব হওয়ার পর মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দলই আজ খেলা শেষ হওয়ার পক্ষে মত দেয়। কিংস অ্যারেনা স্টেডিয়ামের পাশেই কিংস অ্যারেনার অনুশীলন মাঠ রয়েছে। সেই মাঠটি খেলার উপযুক্ত থাকায় সেখানে পৌনে সাতটায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিভি সম্প্রচার ক্যামেরা ও দর্শক সবাই স্থানান্তরিত হন। অনুশীলন মাঠ ফলে দর্শক গ্যালারি নেই। দর্শকরা মাঠের চার পাশে বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ভুটান গোল করে খেলায় সমতা আনে। কিছুক্ষণ পর প্রথমার্ধের গোলদাতা শান্তি মারডি বাংলাদেশকে আবার লিড এনে দেন। এরপর টানা দু’টি গোল হলে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। সাফ অ-২০ টুর্নামেন্টে চার দল একে অন্যের সঙ্গে দুই বার করে মুখোমুখি হবে। ৬ ম্যাচ শেষে টেবিলে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

 

 

 

 

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয় শোক আজ
চান্দিনার পৌরসভার সাবেক মেয়র মফিজ গ্রেফতার
কুমিল্লার- লালমাই ৪০ বছর ধরে বাঁশের সাঁকোতেই পারাপার
কুমিল্লায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
কুমিল্লায় ডিম চোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২