চারদলীয়
ঐক্যজোটের সাবেক সংসদ সদস্য মরহুম কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিমের
একমাত্র কন্যা সামিরা আজিম দোলা লাকসাম-মনোহরগঞ্জ আসনটি খালেদা জিয়া ও
তারেক রহমানকে উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমার বাবা জীবিত অবস্থায় তাঁর
মনোনয়ন নিশ্চিত ছিল।বাবার মৃত্যুর পর লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে
বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য এ আসনে বিএনপির প্রতিনিধি হিসেবে
আমাকে দেখতে চায়।আমি আমার বাবার জনপ্রিয়তা ও ত্যাগের কথা বিবেচনায় নিয়ে দল
আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদী।
১৩ জুলাই (রবিবার) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
লাকসাম
পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাজী আমির হোসেন আমিরের সভাপতিত্বে
আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপি'র যুগ্ম আহবায়ক জসিম
উদ্দিন জসিম, মঞ্জুরুল আলম বাচ্চু, জাহিদ হোসেন, শওকত আলম সেলিম, ওমর ফারুক
জিসান প্রমূখ।
সামিরা আজিম দোলা বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী
বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিলে
বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে বিএনপি করার অপরাধে গুম হওয়া হিরু-হুমায়ুন
পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসনটি দলকে উপহার দিতে পারবো।
তিনি
আরো বলেন, মাঠ আমাদের। আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ মুহূর্ত
পর্যন্ত আপনাদের সুখে, দুঃখে পাশে থাকবো।
কর্ণেল (অব.) এম. আনোয়ার উল
আজিমের মৃত্যুর দেড় মাসের মাসের মাথায় নির্বাচনী এলাকায় এসে নেতা-কর্মী ও
সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন সামিরা আজিম।লাকসামে তাঁর প্রথম পথসভা
জনসমুদ্রে পরিণত হয়েছে। এতে হাজার নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।এসময়
হাজার হাজার নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত সামিরা আজিম দোলা আগামীদিনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসামের রাজনীতিতে আবির্ভূত হলেন।