কুমিল্লা
উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার
রেজভী-উল আহসান মুন্সী বলেছেন, তারেক রহমান শুধু একজন নেতাই নন তিনি
বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা ও গণতন্ত্র রক্ষার মহানায়ক। বিএনপি
বাংলাদেশের রক্ষক সব সময়ই ছিল। যে অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে,
স্বাধীনতার বিপক্ষে বেঈমানী করছে, ২৪ এর অভ্যুত্থানকে তারা অসম্মান করছে।
বিএনপি তথা জিয়া পরিবার কোন কালেই বাংলাদেশের স্বার্থে বা সার্বভৌমের সাথে
কখনোই আপোষ করেনি।
বুধবার (১৬ জুলাই) বিকেল চারটার দিকে কুমিল্লার
দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন
তিনি। দেবিদ্বার পৌর এলাকার স্বাধীনতা চত্ত্বরে সমাবেশে দুপুরের পর থেকে
দেবিদ্বার উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা কর্মীরা
বিভিন্ন প্লেকার্ড, ফ্যাস্টুন হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।
ব্যারিস্টার
রেজভী-উল আহসান মুন্সী আরও বলেন, একটি দলের নেতা আমাদেরকে বলে আমরা নাকি
বিএনপির হাইব্রিড, আমি সেই দলের নেতার উদ্দেশ্যে বলি, আমার বাবা ইঞ্জি.
মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে এই আসনে চারবার নির্বাচিত এমপি ছিলেন।
আপনি যে রাস্তা দিয়ে হাটছেন সে রাস্তাও আমার বাবার করা। আর আপনি আমাদেরকে
বলছেন আমরা হাইব্রিড!। আমরা গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে
দেখেছি, তাদের দলের এক নেতা বসুন্ধরা এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা
পড়েছে। তাদের কাছে তো তাদের নারী নেত্রীরাও নিরাপদ নয়। সমাবেশ শেষে বিশাল
বিক্ষোভ মিছিল নিয়ে দেবিদ্বার সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে
থানা গেইটের সামনে এসে শেষ হয়। এসময় জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে
প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতা
কর্মীরা উপস্থিত ছিলেন।