বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২
চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদারদের মানববন্ধন
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১:১২ এএম |



পুরতান রেট সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।  
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রধান ফটকে ওই মানববন্ধন করে তারা। 
মানববন্ধনে বক্তারা বলেন- বর্তমান বাজারে প্রতিটি যন্ত্রাংশ ও কাঁচামাল থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তি। আগের তুলানায় শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়ে গেছে। অথচ আমাদের ঠিকাদাররা এখনো পুরনো রেট সিডিউলেই  কাজ করছে। এতে প্রকল্প বাস্তবায়নে আমরা শুধু লোকসান গুনছি, আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্থ। আমরা সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একটি অংশ। অথচ আমাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হচ্ছে না। দেশের অর্থনৈতিক বাস্তবতায় মিনি ঠিকাদাররা আজ টিকে থাকার লড়াই করছে। বর্তমানে বিদ্যুৎ-সংশ্লিষ্ট প্রতিটি সরঞ্জামের দাম বেড়ে গেছে। পুরনো রেট অনুযায়ী কাজ করলে প্রকল্পের মান বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে দ্রুত ৮০% হারে রেট বৃদ্ধি করে নতুন রেট সিডিউল কার্যকর করে ন্যায্য পাওনা নিশ্চিত করতে দাবি জানাই।  সরকার যদি নতুন রেট ঘোষণা না করে, তাহলে কাজ বন্ধ করা ছাড়া আমাদের আর কোন উপয় থাকবে না।  
মানববন্ধনে বক্তব্য রাখেন- মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো. আবুল বাসার ভূঁইয়া, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর সহ সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মেদ, অর্থ সম্পাদক মো. নাছিম উজ্জামান, মো. কবির হোসেন, মো. আব্দুল হক, মো. মিজানুর রহমান ও মো. ওসমান সহ সকল ঠিকাদারবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
গোপালগঞ্জ রণক্ষেত্র
কারফিউয়ের গোপালগঞ্জে থমথমে রাত
কুমিল্লায় চোর সন্দেহে ‘গণপিটুনিতে’ আহত যুবকের মৃত্যু
গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চোর সন্দেহে ‘গণপিটুনিতে’ আহত যুবকের মৃত্যু
কুমিল্লার- লালমাই ৪০ বছর ধরে বাঁশের সাঁকোতেই পারাপার
চান্দিনার পৌরসভার সাবেক মেয়র মফিজ গ্রেফতার
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন
ভিক্টোরিয়ায় ফিরলেন অধ্যক্ষ আবুল বাশার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২