চলচল
ঢাকা চল আগামী ১৯ জুলাই মহাসমাবেশ ঢাকায় বাস্তবায়ন করার লক্ষ্যে ৭ দফা
দাবী আদায়ের নির্মিত্তে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন, ভারেল্লা উত্তর ও
দক্ষিণ ইউনিয়ন এবং ময়নামতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে
ইসলামী অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে বিশাল মোটর শোভা যাত্রা বের হয়ে।
বুধবার
বিকেলে কুমিল্লা -৫ আসনের (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ
জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও
কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোঃ মোবারক
হোসেনের নেতৃত্বে এই বিশাল মোটর শোভা যাত্রা বের হয়। প্রথমে ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার হতে বের হয়
শিকার পুর, গজারিয়া, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ছিকুটিয়া, লাঠিয়ারচর,
ভারেল্লা বাজার,, ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ, কুমিল্লা - সিলেট
মহাসড়কের কংশনগর বাজার, পারুয়ারা, রামপুর পোস্ট অফিস, মেইল গেইট, ময়নামতি
ইউনিয়নের তোত বাগান, সাহেবের বাজার, রামপাল, ফরিজপুর, ময়নামতি
ক্যান্টনমেন্ট টিপরা বাজার এসে মোটর শোভা যাত্রা সমাপ্ত হয়।
এসময়
উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল মতিন,
নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর সরকার, কুমিল্লা ৫ আসনের পরিচালনা
কমিটির সদস্য সচিব ও জেলা কর্ম পরিষদ সুরা সদস্য এডভোকেট অধ্যাপক মুহাম্মদ
আব্দুল আউয়াল, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মুহাম্মদ আব্দুল
আউয়াল, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, এডভোকেট মুহাম্মদ সাইফুল
আলম, বুড়িচং উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সুলতান
আহমদ, ময়নামতি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নুরুজ্জামান,
ভারেল্লা উত্তর ইউনিয়নের আমির মাওলানা আবু ইউসুফ,সেক্রেটারি শরীফ
আব্দুল্লাহ, নেতা জহিরুল কাইয়ূম, মাওলানা সফিকুল ইসলাম, ইসলামি ছাত্র
শিবিরের সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের আমির
মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মোকাম ইউনিয়নের আমির মুহাম্মদ মোস্তফা
কামাল, মাওলানা ওবায়দুল রহমান, প্রভাষক সাইফুল ইসলাম চৌধুরী ও শ্রনিক নেতা
আনোয়ার হোসেন প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ উপস্থিত
ছিলেন মোটর সাইকেল শোভা যাত্রায়।