প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:০৩ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৬:০৮ পিএম |
কুমিল্লায় চোর সন্দেহে এক যুকবকে আটক করে পিটুনি দেওয়ার পর আহত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে এ ঘটনার পর বেলা দুইটার দিকে মারা যায় সে। নিহত যুবকের নাম তুহিন। সে কুমিল্লা শহরের গর্জনখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতো। গ্রামের বাড়ি ফেনির দেওয়ান গঞ্জে। সে ওই এলাকার বাবুল মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমাৃন বলেন, বুধবার সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তুহিন নামে ওই যুবককে চোর সন্দেহে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তুহিনকে কোতায়ালী মডেল থানায় নিয়ে আসা হয়। বেলা দুইটার দিকে সে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তুহিনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।