মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
অপ্রতিরোধ্য মেসির টানা ৫ ম্যাচে জোড়া গোল
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:০৪ এএম আপডেট: ১৪.০৭.২০২৫ ১:৪৯ এএম |





   অপ্রতিরোধ্য মেসির টানা ৫ ম্যাচে জোড়া গোল
মেজর লিগ সকারে (এমএলএস) গোলের নেশায় বুদ হয়েছেন লিওনেল মেসি। আরও একবার মাঠে নেমে তিনি দুবার পেয়েছেন জালের দেখা। বাড়িয়ে নিয়েছেন টানা গোল করার রেকর্ড।
ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে ন্যাশভিলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলের জয়ে একাই গোল দুটি করেন আর্জেন্টাইন মহাতারকা।
এমএলএসে টানা পাঁচ ম্যাচে দুটি করে গোল করলেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। প্রতিযোগিতাটির ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজিরও নেই আর কোনো ফুটবলারের।
মেসির এই গোলযাত্রা শুরু হয় গত মে মাসে। মন্ট্রিয়লের বিপক্ষে দলের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন তিনি। পরে কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ ব্যবধানের জয়ে করেন দুটি গোল।
ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গত রোববার মন্ট্রিয়লের বিপক্ষে ৪-১ গোলের জয়ে চোখধাঁধানো দুটি গোল করেন আটবারের ব্যালন দ’র জয়ী। নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষেও পরে দুবার জাল কাঁপান তিনি।
সেই ধারায় এবার মেসির জোড়া গোলের শিকার ন্যাশভিল। সব মিলিয়ে লিগে ১৬ ম্যাচে ১৬ গোল করে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। এর সঙ্গে ৭টি অ্যাসিস্টও আছে তার।
ম্যাচে সার্বিকভাবেই প্রতিপক্ষকে তেমন লড়াই করতে দেয়নি মায়ামি। গোলের জন্য ৯টি শট করে ৫টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ন্যাশভিলের ৮ শটের ২টি ছিল জাল বরাবর।
ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত মায়ামি। ডি-বক্সের কোনা থেকে লুইস সুয়ারেসের আলতো চিপ অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
১৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু করে নেওয়া ফ্রি-কিকে জাল খুঁজে নেন মেসি। ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারের এটি ৬৯তম গোল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯তম মিনিটে হ্যারি মুখটারের চমৎকার হেডে সমতা ফেরায় ন্যাশভিল।
দলকে আবার এগিয়ে দিতে সময় নেননি মেসি। এতে অবশ্য ভাগ্যের সহায়তাও পান তিনি। ৬২তম মিনিটে নিজ দলের খেলোয়াড়কে পাস দিতে গিয়ে মেসির পায়ে বল তুলে দেন ন্যাশভিল গোলরক্ষক। বক্সের ভেতরে ঢুকে অনায়াসেই বল জালে জড়ান মেসি।
এই পরাজয়ে থামল সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের টানা ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা।
১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে এখন পঞ্চম স্থানে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা। তবে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় মায়ামি তিনটি ম্যাচ কম খেলেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
দাউদকান্দি ছেলেকে অপহরণের খবর শুনে বাবার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
বাখরাবাদ সিবিএ নেতা মালেক গ্রেপ্তার
ধর্ষণ মামলা বেড়েছে কুমিল্লায়, হত্যাকাণ্ড কমে জুনে দাঁড়িয়েছে ৬টিতে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২