নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর শ্রমিকলীগ নেতা এবং কুমিল্লা বাখরাবাদ গ্যাস
ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর সিবিএ নেতা আকতার মালেককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ১৩ জুলাই বিকেলে কুমিল্লা মহানগরীর বাখরাবাদ এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী
থানার ওসি মাহিনুল ইসলাম জানান, ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর
হামলা চালানোর অভিযোগ রয়েছে আকতার মালেকের বিরুদ্ধে। ওই অভিযোগে দায়েরকৃত
মামলায় এ শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে
জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।