মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
লর্ডসে রোমাঞ্চকর লড়াই শেষে হারল ভারত
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:০৭ এএম আপডেট: ১৫.০৭.২০২৫ ১:৪৪ এএম |



 লর্ডসে রোমাঞ্চকর লড়াই শেষে হারল ভারত

শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। লর্ডসের উইকেটে এমন সমীকরণে বৃষ্টি ছাড়া ড্রয়ের সম্ভাবনা খুবই কম ছিল। হয়েছেও তাই। দিনের খেলার ৩০ ওভারেরও বেশি বাকি থাকতেই অলআউট ভারত। তাতে রোমাঞ্চকর এই টেস্টে ২২ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।
লর্ডসে প্রথম ইনিংসে দুই দলই সমান ৩৮৭ রান করে সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের তোপের মুখে ১৯২ রানে অলআউট হয়ে ইংল্যান্ড। ১৯৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭০ রানের বেশি করতে পারেনি ভারত।
৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত। সকালের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই ঋষভ পান্তকে বোল্ড করেন জোফরা আর্চার। এক ওভার পরই ফেরেন লোকেশ রাহুল। আগের দিনে দারুণ লড়াই করা এই ওপেনার ৩৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
সুবিধা করতে পারেননি ওয়াশিংটন সুন্দরও। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাতে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। তবে সেখান থেকে একা হাতে লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা।
নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অষ্টম উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা করেন জাদেজা। কিন্তু ৫৩ বলে ১৩ রানের বেশি করতে পারেননি নীতিশ। এরপর জাসপ্রিত বুমরাহ চেষ্টা করেছেন জাদেজাকে সঙ্গ দিতে। ৫৪ বল খেলে থামেন বুমরাহ।
শেষ উইকেটেও অনেকটা সময় জাদেজাকে সঙ্গ দিয়েছেন সিরাজ। তবে শেষ পর্যন্ত ভাগ্য তাদের সঙ্গী হয়নি। ৩০ বলে ৪ রান করে বশিরের বলে বোল্ড হয়েছেন সিরাজ। তাতে জয় থেকে ২০ রানে দূরে থাকতে অলআউট হয় দল। শেষ পর্যন্ত ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থেকেছেন জাদেজা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
দাউদকান্দি ছেলেকে অপহরণের খবর শুনে বাবার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
বাখরাবাদ সিবিএ নেতা মালেক গ্রেপ্তার
ধর্ষণ মামলা বেড়েছে কুমিল্লায়, হত্যাকাণ্ড কমে জুনে দাঁড়িয়েছে ৬টিতে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২