অনূর্ধ্ব-১৮
উইমেন’স এশিয়া কাপ হকির শেষটা জয়ে রাঙাল বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী
ম্যাচে কাজাখস্তানকে উড়িয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ
নিয়ে মেয়েরা পেয়েছে ব্রোঞ্জ পদক।
চীনের দাঝুতে রোববার স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারায় বাংলাদেশ।
টপ-ফোর
পুলে নিজেদের শেষ ম্যাচেও কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি
২-২ ড্র হওয়ায় স্থান নির্ধারণী ম্যাচও তাদের বিপক্ষে খেলতে হয়
আইরিন-শারিকাদের।
দলের জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আইরিন রিয়া। একবার করে জালের দেখা পেয়েছেন শারিকা রিমন, কনা আক্তার ও রাইসা রিশি।
শক্তিশালী
জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে পুল পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর
উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেরা চারের মঞ্চে ওঠার কীর্তি গড়ে মেয়েরা।
টপ-ফোর পুলে অবশ্য বাংলাদেশ দেখাতে পারেনি কোনো চমক। চীনের বিপক্ষে ৯-০ গোলে হারের পর কাজাখস্তানের বিপক্ষে ওই ড্র।
একই দিনে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ছেলেরা ৫-২ গোলে হেরে যায় মালয়েশিয়ার কাছে।