রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থীরা।
শনিবার
(১২ জুলাই) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার
বাগমারা বাজারে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন জাতীয়
নাগরিক পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিক্ষোভ
মিছিল শেষে বাগমারা নিউ মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক কবির হোসাঈন,
লালমাই উপজেলার আহবায়ক নোমান হোসেন, মুখপাত্র জাহিদুল ইসলাম ফারাবী,
জুলাইযোদ্ধা মেহেদী হাসান শুভ, জাতীয় নাগরিক পার্টির লালমাই উপজেলার সদস্য
খন্দকার ফারুক, রুহুল আমিন ও আপ বাংলাদেশের লালমাই উপজেলার সহ-সমন্বয়কারী
মেহেদী হাসান সিয়াম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
কবির হোসাঈন বলেন, চাঁদা না দেওয়ায় একজন ভাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে।
আমরা বাধ্য হয়ে আজকে মাঠে নেমেছি। এই হত্যা জাহিলিয়াতের যুগকেও হার
মানিয়েছে। আমরা হয়ত সংখ্যায় কম। আমাদের ভয়, হুমকি দিয়ে লাভ হবে না। আমরা
জুলাই যোদ্ধা।
তিনি ব্যবসায়ী ও গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, কেউ চাঁদা
দিবেন না। চাঁদার জন্য আসলে জুতা দিয়ে পিটিয়ে দিবেন। প্রয়োজনে আমাদের
ডাকবেন। আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা সবাইকে নিয়ে লালমাই গড়তে চাই। তবে
চাঁদাবাজদের সাথে কোন সম্পর্ক নেই।