মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
কুবিতে রক্তাক্ত জুলাই স্মরণে আহত শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্রশিবির
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম |


কুবি প্রতিনিধি: ২০২৪ সালের ১১ জুলাই সংঘটিত রক্তাক্ত হামলার স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘দ্য বিগেইনিং অব ব্লাডি জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আহতদের সম্মাননা দেয়া হয়।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র আন্দোলন চত্বর’ এর পাশের একটি রিসোর্টে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
সভায় নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ আন্দোলনে আহত ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি মো: মোজাম্মেল হোসাইন আবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ড. কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন কুবি শাখা শিবিরের সদ্য সাবেক সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো: আবু রায়হান, সদস্য সচিব মো: রাশেদুল হাসান, কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব জিয়া উদ্দিন মো: রুবেল ও কুবি শাখা শিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘জুলাই বিপ্লব’ অনেক কথা, স্মৃতি, আশা, ব্যথা ও প্রত্যাশার প্রতীক। তবে এখন পর্যন্ত জুলাই বিপ্লবের স্বীকৃতি বা ‘জুলাই সনদ’ ঘোষণা করা হয়নি। সরকারকে অবশ্যই শহীদদের পরিবার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদদের জন্য আমরা দোয়া করি।’
কুবি শাখা শিবিরের সাবেক সভাপতি বলেন, ‘আমাদের বিপ্লব চুরি হয়ে যাচ্ছে। একটি শ্রেণি আমাদের বিপ্লবকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ১১ জুলাই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তিম অধ্যায়। সেদিন যারা ভিলেন ছিল তারা আজো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক আওয়ামী রেজিম দ্বারা নিয়োগপ্রাপ্ত। শিক্ষক ব্যতীত বাকি সবাই আওয়ামী ফ্যাসিস্টদের দালাল। এখনো কিছু জায়গায় ফ্যাসিবাদী প্রভাব আছে। আমরা যদি নির্যাতন সয়ে বেঁচে থাকি তাহলে আমাদের দায়বদ্ধতাও আছে। স্বৈরাচারের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘুমাবো না। সকল ছাত্র-জনতাকে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো: আবু রায়হান বলেন, ‘আন্দোলনের সুফল কখনো বাঙালিরা ভোগ করতে পারেনি। ২৪’র আন্দোলন যেন সেই ভাগ্য না দেখে সেই চক্রান্ত চলছে। ১১ জুলাই কুবিসাসসহ শহরের অনেক গণমাধ্যম ফেসবুক লাইভ, ভিডিও, নিউজ করেছে-দেখলেই বোঝা যাবে কারা মাঠে ছিল, কারা ঘরে, আর কারা গোয়েন্দা সংস্থার সাথে বসে ছিল। আন্দোলনের সময় দুই পক্ষ ছিল। এক দল আন্দোলনে প্রাণ দিচ্ছিল, আরেক দল পেছন থেকে সেটি থামাতে চাচ্ছিল। সেই অপশক্তি এখনো সক্রিয়।’
কুবি শাখা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাইয়ের হামলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল এবং প্রশাসনের নির্লিপ্ততা ছিল স্পষ্ট। কিন্তু আজো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করছি ওই হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। বর্তমানে জুলাই স্মৃতিকে বিকৃত করে ব্যবসা করা হচ্ছে, যা আমরা সহ্য করবো না। ইসলামী ছাত্রশিবির বেঁচে থাকতে জুলাইয়ের সম্মান কখনো ম্লান হবে না, ইনশাআল্লাহ।’
আহত শিক্ষার্থী সাইফুল ইসলাম সোহান বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব ভাইকে বড় অঙ্কের সাহায্য করেছি। কিন্তু আমি আহত হওয়ার পর তিনি একবারও খোঁজ নেননি। এখনো কেউ কেউ আমাদের স্বীকৃতি দিতে চায় না। কীভাবে এতটা অজ্ঞ দল হয়, বুঝি না। মনে হয় যারা ১৭ বছর ধরে নির্যাতিত বলে দাবি করত তারা আসলে সুবিধাভোগী ছিল। যারা সত্যিই নির্যাতিত তারাই ‘জুলাই সনদ’ দাবি করে, সুবিধাভোগীরা নয়।’
আহত আরেক শিক্ষার্থী নাজিম উদ্দীন বলেন, ‘১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মিছিল ঠেকাতে বাধা দিয়ে জানায় সরকার সব মেনে নিয়েছে আন্দোলনের দরকার নেই। প্রক্টরের এ বক্তব্য আসলে পরিস্থিতি ঠান্ডা করে আমাদের থামানোর কৌশল ছিল। কিন্তু আমরা থামিনি। ছাত্র আন্দোলন চত্বরে গুলিবর্ষণের শিকার হই। ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন ছিল এবং তা চলবে।’
এছাড়া ছাত্রশিবিরের উদ্যোগে এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্র আন্দোলন চত্বরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেয়া হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২