কুমিল্লার ভূগোল, ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক উন্নয়নচিত্র নিয়ে বই প্রকাশের উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কুমিল্লা জেলার একদল আইনজীবী। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা প্রশাসনের সহযোগিতায় বইমেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানিয়ে তারা এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কুমিল্লা জেলার ভূগোল, ভূ-প্রকৃতি, কৃষি, সমবায়, পানি-সম্পদ, খাল-বিল, নদ-নদী, পুকুর-বিল, ঐতিহ্যবাহী স্থাপনা, বিশ^বরেণ্য কৃতিসন্তান, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে বই প্রকাশের মতো দীর্ঘমেয়াদি উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা মনে করেন, এসব বিষয়ে গবেষণাভিত্তিক গ্রন্থ প্রকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে বই পাঠে উৎসাহিত ও অনুপ্রাণিত করা সম্ভব হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী আইনজীবীরা হলেন-মাহবুবুল আলম সিনিয়র, রেজাউল করিম, শেখ আলাউদ্দীন আহমেদ, কামাল হোসেন, মোঃ আমিনুল ইসলাম, নিগার সুলতানা, নরেন্দ বিকাশ দোলন, জালাল আহমেদ, জয়নাল আহমেদ, মিজানুর রহমান, নাইমুর রহমান, আজাদ হাই বকসী, মোজ্জামেল হক, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, নজরুল ইসলাম, আশিকুল ইসলাম, বিকাশ চন্দ্র সাহা, ওরমিলা দাস, আবুল বাশার, জাকির হোসেন নয়ন, সৈয়দ শহিদুল আহসান, ইসমসাঈল মিয়া ও আখতার হোসেন।
তারা আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে কুমিল্লার প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যনির্ভর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
