ভারতের
বিপক্ষে আগামী মাসে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার কথা ছিল
বাংলাদেশের। তবে দুই বোর্ডের সম্মতিতে ১৩ মাস পিছিয়ে আগামী বছরের আগস্টে
নেয়া হয়েছে এই সিরিজ। ভারত না আসায় ফাঁকা সূচিতে খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার
কথা ভাবছে বোর্ড।
আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই
বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা করতে শুরু করেছে দলগুলো। বাংলাদেশও
পিছিয়ে নেই। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
ছিল বিসিবির বিশ্বকাপ প্রস্ততির অংশ।
তবে হুট করে ভারত সিরিজ পিছিয়ে
আগামী বছরের সেপ্টেম্বরে চলে গেছে। ওই সময়ে অন্য কোনো সিরিজ আয়োজন করবে কি
না বিসিবি, এমন ভাবনা ছিল অনেকের মধ্যেই। বিসিবি অবশ্য ওই ফাঁকা সূচিটাতে
খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায়। কারণ লম্বা সময় ধরে খেলোয়াড়রা খেলার মধ্যেই
আছে। আর আগামী বছরেও তাদের বেশিরভাগ সময় খেলার মধ্যেই থাকতে হবে।
এ
প্রসঙ্গে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, 'খেলোয়াড়দের বিশ্রাম লাগবে।
আপনারা দেখেছেন আমাদের খেলোয়াড়রা কী পরিমাণ ম্যাচ খেলছে। আগামী এক বছরও যে
পরিমাণ ক্রিকেট আছে, আমার মনে হয় খেলোয়াড়দের বিশ্রাম লাগবে।'