বিশ্ব
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (বৃহস্পতিবার) জাতীয় পুরুষ ফুটবল দলের
র্যাংকিং প্রকাশ করেছে। যেখানে এক ধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন
বাংলাদেশ। ১৮৩ থেকে বাংলাদেশের র্যাঙ্কিং এখন ১৮৪।
বাংলাদেশ জুন
উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছিল। ভুটানকে ২-০ গোলে হারিয়েছিলেন জামালরা।
পরবর্তীতে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে
সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে
র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত।
এশিয়ান কাপ বাছাইয়ে
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ঘরের মাঠে
সবাই জয়ের প্রত্যাশায় ছিলেন। সফরকারী সিঙ্গাপুর ১-২ গোলে জিতে উল্টো
বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে। সাবেক তারকা ফুটবলার ও দেশের শীর্ষস্থানীয়
কোচরা এই হারের জন্য সরাসরি স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দায়ী
করেছেন।
ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর
যথাক্রমে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স
কাপে শিরোপাজয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয় এবং সাতে নেমে গেছে
নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও
দশ নম্বরে উঠে এসেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।