বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২
ডেঙ্গুতে একজন মারা গেছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১:৩৬ এএম আপডেট: ১০.০৭.২০২৫ ২:২১ এএম |


 ডেঙ্গুতে একজন মারা গেছেনএডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ চলছেই। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন আর আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন।
বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪৩৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ২২৫ জন।
অন্যদিকে, নতুন ৪০৬ জন নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।
২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট এক লাখ এক হাজার ২১৪ জন।














সর্বশেষ সংবাদ
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
টানা বর্ষণে কুমিল্লাজুড়ে ভোগান্তি
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
কুমিল্লায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে বাস্তবায়ন কমিটির সভা
হু হু করে বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
কুমিল্লা ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
টানা বর্ষণে কুমিল্লাজুড়ে ভোগান্তি
কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২