বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
কুমিল্লা ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
টানা দু’দিনের বর্ষণে বিপর্যস্ত জীবনযাত্রা
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:২৮ এএম |




 কুমিল্লা ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  মাসুদ পারভেজ।। 
টানা দুইদিনের বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার স্বাভাবিক জীবনযাত্রা। কখনও হালকা আবার কখনও ভারি ধরণের অবিরাম বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল, রিকশাচালক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষসহ সড়কের পাশ ধরে বসা ফুটপাতের ব্যবসায়ীরা। এদিকে টানা এ বর্ষণে জেলা শহরের কোথাও হাঁটু পানি, কোথাও ডুবে গেছে চলাচলের রাস্তা। 
কুমিল্লা আবহাওয়া অফিসের তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০.৪ মিলিমিটার। আজ এবং আগামীকাল বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস। 
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে কুমিল্লা শহরের বিভিন্ন সড়ক ও অলিগতিতে পানি জমেছে। ফলে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলে ভোগান্তিতে পড়তে দেখা গেছে মানুষকে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির লোকজন। এছাড়াও ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থী ও অফিসগামী মানুষরা। টানা বৃষ্টির এ বিরুপ আবহাওয়ার সুয়োগ নিয়েছেন কুমিল্লা নগরীর সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ গণপরিবহনের চালকরা নির্দিষ্ট ভাড়ার বাহিরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রী ও নগরবাসী।
এদিকে, গর্ত ও খানাখন্দে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে রাণীর বাজার সড়কের নজরুল এভিনিউ এলাকায়, কুমিল্লা নগরীর চেম্বার অফ কমার্স থেকে অশোকতলা হয়ে ছায়াবিতান পর্যন্ত জমেছে হাটু পানি। এছাড়া কুমিল্লার টমছম ব্রিজ থেকে ইপিজেড সড়কসহ নগরীর আরও বেশকিছু সড়কে নিয়মিত পানি জমে সড়কে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। সৃষ্ট গর্তে পানি জমে বিপদজনক হয়ে পড়েছে ওই সড়কগুলোর বিভিন্ন অংশ। নানান সময় যাত্রীদের নিয়ে রিকশা ও অটোরিকশা উল্টে যাওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চালাচলে অনুপযোগী এসব সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শতশত মানুষ।
কুমিল্লা ইপিজেডের কারখানা শ্রমিক, আয়শা, আবুল কালাম ও আবু মুসা জানান, টমছম ব্রিজ থেকে ইপিজেড পর্যন্ত সড়কটি দিয়ে চালাচল করতে গিয়ে শরীরের হাড়গোড় ব্যথা হয়ে যাচ্ছে। এক প্রকার বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে সড়কটি দিয়ে। বিভিন্ন সময় অটোরিকশা উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এ সড়কে। দ্রুত পানি নিষ্কাশনের পথ তৈরি করে সড়ক সংস্কারের দাবি তাদের। 
এদিকে তানভীর ইসলাম নামে এক অটোরিকশা চালক জানান, বর্ষা আসলেই এ শহরে ড্রেন ও সড়কের কাজ করা শুরু হয়। তার প্রমাণ হচ্ছে নগরীর নজরুল এভিনিউ এলাকা। করভবন থেকে কান্দিরপাড় পর্যন্ত জায়গাটি দিয়ে চলাচল করতে গিয়ে একপ্রকার নাভিশ্বাস উঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনের পথ তৈরি করতে গিয়ে উল্টো দুর্ভোগের ক্ষেত্র তৈরি করেছেন। 
বৃষ্টিপাতের পূর্বাভাসের বিষয়ে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের অফিসার ইনচার্জ ছৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতের অধিকাংশ সময়টায় ভারী বর্ষণের মাত্রা ছিলো বেশি। আগামী দুই-তিনদিন চলমান থাকবে এ বৃষ্টিপাত।













সর্বশেষ সংবাদ
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
জুনায়েদের নির্বাক চোখ মাকে খুঁজে বেড়ায়!
বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সময় বিজিবির হাতে আটক ৫
চাউলের অবৈধ মজুদের অভিযোগে কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান
১২ দিন পর মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম থেকে বাস চুরি করে যাত্রী নিয়ে যাচ্ছিলো ঢাকায়
টিপুকে শীঘ্রই বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে পাবো: আসিফ আকবর
কুমিল্লা জেলা ইয়োগা এসোসিয়েশনের প্রথমসাধারণ সভা অনুষ্ঠিত
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
৮ আসামি কারাগারে, স্বীকারোক্তি দেননি বাচ্চু মেম্বার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২