অতি
ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে
অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের (১০ জুলাই) সকল এইচএসসি পরীক্ষা স্থগিত করা
হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শামসুল ইসলাম
স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, টানা
বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও
পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিব্য
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ার
প্রেক্ষিতে বুধবার রাত ১০টার দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কুমিল্লা শিক্ষা
বোর্ড। সে সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
১০
জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)
প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক
বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
মূলত,
চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও
শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার ফলে ১০ জুলাইয়ের পরীক্ষাকে ঘিরে অনেক
অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় ছিলেন।
এর আগে, গত ২৬ জুন সারা দেশে
একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি
কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন
অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে
২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
হওয়ার সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।