বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
নারী নির্যাতনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা শারমিন এস মুরশিদ
মো. হাবিবুর রহমান/সাজ্জাদ হোসেন ঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:৫০ এএম আপডেট: ০৩.০৭.২০২৫ ১:৫৮ এএম |



 নারী নির্যাতনকারীদের কোনো  প্রকার ছাড় দেওয়া হবে না  : উপদেষ্টা শারমিন এস মুরশিদ
নারী নির্যাতনকারীদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, "নারী নির্যাতনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী নির্যাতনের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এ জন্য প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন ও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।" 
বুধবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এসময় বক্তারা সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। এই সভা নারী নির্যাতন রোধে সরকারের দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা দিয়ে স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নারী নির্যাতন প্রতিরোধ সেলের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শাখার সিনিয়র সহকারী সচিব সারাওয়াত মেহজাবীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কোহিনুর বেগম, ওসিএলএসডি সৌকত সেন গুপ্ত, উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।













সর্বশেষ সংবাদ
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
কুমিল্লায় ভেজাল ঘি ও নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
বাড়ি ছাড়লেন সেই নারী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২