কুুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ^রোড এলাকার উত্তর রামপুর গ্রামের আমির হোসেন ও মৌসুমী
আক্তার দম্পতির চার বছর বয়সী শিশু সন্তান মো. মিনহাজ জন্মগত ভাবে হার্টের জটিল রোগে আμান্ত হয়ে নানা
সমস্যায় ভুগতেছিল। আদরের শিশু সন্তানের এমন জটিল রোগের কারণে পরিবারে একধরণের স্থবিরতা নেমে আসে।
জন্মের পর থেকেই মিনহাজের চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে
ছুটাছুটি করেও কার্যকর কোন সমাধান না পেয়ে হতাশায় ভুগছিলেন।
এমতাবস্থায় মিনহাজের পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য মডার্ণ হসপিটালের কার্ডিয়াক সেন্টারে অধ্যাপক ডা.
আব্দুল্লাহ শাহরিয়ার (প্রফেসর ও বিভাগীয় প্রধান, শিশু কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও
হাসপাতাল, ঢাকা) এর শরণাপন্ন হন। গত ৪ জুলাই ২০২৫ইং তারিখে অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার মডার্ণ
হসপিটালের কার্ডিয়াক সেন্টারে সফলতার সহিত মিনহাজের হার্ট থেকে যে রক্তনালী দিয়ে রক্ত ফুসফুসে যায় তার
জন্মগত ত্রুটি বেলুনের মাধ্যমে কারেকশন (পালমোনারি বেলুন ভালভুলোপ্লাস্টি) করেন। গত ৬ জুলাই ২০২৫ইং
তারিখে সুস্থ মিনহাজকে সাথে নিয়ে পরিবারের সদস্যগণ হাসিমুখে ও প্রফুল্লচিত্তে নিজ বাড়িতে ফিরে যায়।
অত্যন্ত সাশ্রয়ী খরচে মডার্ণ হসপিটালের কার্ডিয়াক সেন্টারে শিশু মিনহাজের জন্মগত হার্টের জটিল রোগের সুচিকিৎসা
পেয়ে, তার পরিবার হসপিটাল কর্তৃপক্ষ ও অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ারের প্রতি কৃতজ্ঞতা জানান।