শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
গাড়ী দুর্ঘটনায় ভাইসহ নিহত লিভারপুল তারকা
দুই মাসে দুই শিরোপা, ১০ দিন আগে বিয়ে এখন সবই স্মৃতি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১:২৬ এএম |



দুই মাসে দুই শিরোপা, ১০ দিন আগে বিয়ে এখন সবই স্মৃতি

জীবন কত অনিশ্চিত সেটাই যেন আবারও প্রমাণ করলেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। মাস দুয়েকের ব্যবধানে দুটি বড় শিরোপা জয়ের স্বাক্ষী হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন কদিন আগে। তবে এক দুর্ঘটনায় সব যেন এখন কেবল স্মৃতি। ফুটবল আর জীবন, সবকিছুর সীমানা পেরিয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। 
স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন।
স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার সকালে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় বেলা ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা। 
অথচ মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। দীর্ঘদিন সম্পর্কে থাকা দুজনের রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে মাত্র জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।
একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে মাত্র জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।
পোর্তোয় জন্ম জোতার। সেখানকারই ক্লাব পাকোস দে ফেরেরার হয়ে ফুটবলজীবন শুরু তার। ২০১৫ সালে অভিষেক হয়। এক বছর পর তিনি যোগ দেন স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদে। তবে লা লিগায় একটি ম্যাচও খেলতে পারেননি। এক বছর লোনে কাটান এফসি পোর্তোয়। সেখানে আটটি গোল করেন। চোখে পড়ে যান উলভ্সের। প্রথমে লোনে, পরে পাকাপাকিভাবে জোতাকে কিনে নেয় উলভ্স। প্রথম মৌসুমে ১৭ গোল এবং পরের মৌসুমে ১৬ গোল করেন তিনি।
২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তারপরেই তৎকালীন কোচ জার্গেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মৌসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও জোতা জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও দুটি কারাবাও কাপ। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছিলেন জোতা। ফাইনালে তিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন।












সর্বশেষ সংবাদ
ঘোষণা দিয়ে তিনজনকে হত্যা
‘রাতেই ফোনে হত্যার হুমকি দেয় বাছির’
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে হামলা
চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর
মুরাদনগরে ধর্ষণকাণ্ড- ভিডিও ছড়ানোর ‘মাস্টারমাইন্ড’ শাহ পরান আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
কুমিল্লায় ভেজাল ঘি ও নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
ঘোষণা দিয়ে তিনজনকে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২