সিঙ্গাপুরে
আন্তর্জাতিক ট্রেইল রান প্রতিযোগিতাতে অংশ নিয়ে বাংলাদেশের মো. নজরুল
ইসলাম ৩য় স্থান অর্জন করেছেন দৌড়বিদ নজরুল ইসলাম। বিশ্বের ৩০টি দেশ থেকে
আসা প্রায় ৬০০ প্রতিযোগীর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করেন
তিনি। ২০ কিলোমিটার দূরত্বের এই চ্যালেঞ্জিং ট্রেইল ইভেন্টে নজরুল ইসলাম
সার্বিকভাবে ৩য় স্থান এবং বয়সভিত্তিক বিভাগ (৪০-৪৪ বছর) এ চ্যাম্পিয়নের
মুকুট অর্জন করেন তিনি। নজরুল ইসলাম দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের
গোপালনগর গ্রামের মো.আবদুল জলিল মুন্সীর ছেলে। তিনি প্রায় ১৪ বছর
সিঙ্গাপুরে থাকেন এবং সেখানে তিনি দৌড় শেখানোর একটি নিজস্ব একটি প্রতিষ্ঠান
রয়েছে।
গত (স্থানের নাম কোথায় থেকে কোথায় পর্যন্ত) ২৭ জুন বিকাল ৫টায়
দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পাহাড়ি উঁচু-নিচু ঢাল, কাঁদামাটি পথ ও প্রকৃতির
বিপরীতে দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা ও
চ্যালেজিং। দৌড়বিদ নজরুল ইসলাম বলেন, “ট্রেইল দৌড় আমার মূল ইভেন্ট না হলেও,
যতই করছি ততই ভালো লাগছে। দেহ ও মনের দারুণ পরীক্ষা হয় এখানে। বাংলাদেশের
জন্য এটি বড় অর্জন। আমার নাজ রানিং একাডেমি নামে একটি দৌড় শেখানোর
প্রতিষ্ঠান রয়েছে। ওই একাডেমির পক্ষ থেকে ইতোমধ্যে কেনিয়াতে ৩ মাসব্যাপী
হাই পারফরম্যান্স ট্রেনিং ক্যাম্প আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে দেশের
কয়েকজন উদীয়মান দৌড়বিদ অংশ নেবেন। আমি বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগই
একদিন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের দৌড়বিদ তৈরিতে ভূমিকা রাখবে।
জানা
গেছে, নজরুল ইসলাম শুধু একজন অ্যাথলেটই নন, বরং ২০২৪ সালে প্রতিষ্ঠা করেন
নাজ রানিং একাডেমিতে ইতিমধ্যে ৫৫ জনের বেশি মানুষকে অ্যাথলেটকে প্রশিক্ষণ
দিয়ে দেশের ভিতরে ও বাইরের বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় ৪০ টির বেশি পডিয়াম
অর্জনে সহায়তা করেছে। প্রথম বছরে একাডেমির ৯৫% দৌড়বিদ নিজ নিজ পারসোনাল
বেস্ট টাইম অর্জন করেছেন। আগামী রবিবার ৫০ কিমি ট্রেইল রান-এ অংশ নেওয়ার
পরিকল্পনার কথাও জানিয়েছেন নজরুল ইসলাম। শরীর সুস্থ থাকলে ইনশাআল্লাহ আগামী
রেসেও অংশ নেব। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের।