কুমিল্লার
চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় ভূঁইয়া হোটেলে খাবার বিক্রির আড়ালে মাদক
ক্রয়-বিক্রির সময় তিনজনকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত
তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও নগদ অর্থ জরিমানা করেন। বুধবার বিকেলে
তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব
উদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় ভুঁইয়া হোটেলের সামনে থেকে মাদক
বিক্রেতা উপজেলার বসুয়ারা গ্রামের মোঃ আবুল কাসেম ছেলে মোঃ ইউসুফ মিয়া,
ট্রাক চালক নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাইলো গেইট এলাকার আবুল
সরকারের ছেলে মোঃ জামাল হোসেন ও শিবু মার্কেট এলাকার আলী হোসেনের ছেলে মোঃ
জাহিদ আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জামাল
হোসেনকে সংবাদ প্রদান করা হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন অনুযায়ী গাঁজা বিক্রেতা ইউসুফ মিয়াকে ৬ মাসের কারাদন্ড, নগদ ১ হাজার
টাকা জরিমানা এবং ক্রেতাদ্বয় জামাল হোসেন ও জাহিদকে ৩ মাসের কারাদন্ড, নগদ
৫’শ টাকা করে জরিমানা করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত জনগণ ও স্বাক্ষীদের
উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার বিকেলে মিয়াবাজার হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, ‘মহাসড়কে যাত্রীদের
নিরাপত্তা দেয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত
থাকবে’।