বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
কুমিল্লায় বাহার-সূচির বিরুদ্ধে আরো এক হত্যা মামলা
ছাত্র-জনতার মিছিলে ছুড়া গুলিতে হোটেল কর্মচারি নিহত ১৪৭ জনের নাম উল্লেখসহ আসামি আরো এক/দেড় শ’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৩৭ এএম আপডেট: ২৯.০৫.২০২৫ ২:১০ এএম |





 কুমিল্লায় বাহার-সূচির বিরুদ্ধে আরো এক হত্যা মামলা নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মামুন আহমেদ রাফসান নামে এক হোটেল কর্মচারি গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় এ মামলা হয়। এ মামলায় আসামি হিসেবে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। 
মামলার বাদী মো. রানু মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মো. ছালেক মিয়ার ছেলে এবং তিনি নিহত রাফসানের ভাই। আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. মহিনুল ইসলাম।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট ফুটওভারব্রিজের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। এ সময় তৎকালীন এমপি বাহার ও তার মেয়ে সূচনার হুকুমে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিস্তল, একনালা বন্দুক, শটগান, রাইফেল, হাতবোমা, ককটেলসহ দেশিয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। হাতবোমা ও ককটেল বিস্ফোরণসহ গুলিতে বেশ কয়েকজন আহত হন। এ সময় আন্দোলনে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট মার্কেটের একটি হোটেলের কর্মচারি মামুন আহমেদ রাফসান (১৮) গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
মামলায় আলোচিত আসামিরা হচ্ছেন- আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলু, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু প্রমুখ।
মামলার বাদী মো. রানু মিয়া বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আমার ভাই নিহত হন। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। 
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুলিবিদ্ধ মামুন হাসপাতালে মারা যাওয়ার পর তার স্বজনরা খবর পেয়ে মরদেহ হবিগঞ্জ নিয়ে দাফন করেন। পরে পরিবার মামলা করতে আসেনি। সম্প্রতি সরকারি গেজেটে শহীদ তালিকায় ওই ব্যক্তির নাম আসায় পরিবারের পক্ষ তার ভাই মামলাটি দায়ের করেন। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
তিনি আরও বলেন, এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা-গুলিসহ বিভিন্ন অভিযোগে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ১২টি মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেনন-
১। আ ক ম বাহা উদ্দিন বাহার, সাবেক এমপি (৭২),পিতা-মৃত মোঃ আবদুস ছালাম, সাং মুন্সেফবাড়ি,থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা ।
২। তাহসীন বাহার সূচনা (৪০),পিতা-আ ক ম বাহা উদ্দিন বাহার, সাবেক এমপি,মুন্সেফ বাড়ি, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা দক্ষিন
৩। আব্দল হাই বাবলু (৬০), চেয়ারম্যান, সদর দক্ষিন উপজেলা, পিতা- মৃত আনছর আলী, শাকতলা, থানা- সদর দক্ষিন, কুমিল্লা ।
৪। আমিনুল ইসলাম টুটুল(৫২),পিতা-রফিকুল ইসলাম, গ্রাম- ধর্মপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা । ৫। আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ(যুবলীগ নেতা) ৫৫, পিতা- মেতু মিয়া, মুরাদপুর, থানা- কোতয়ালী ।
৬।
আতিকুল্লাহ খোকন(৬৫), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা ।
৭। জহিরুল ইসলাম রিন্টু (৪৮),সভাপতি,স্বেচ্ছাসেবকলীগ,কুমিল্লা মহানগর, পিতা-অজ্ঞাত, থানা- কোতয়ালী। ৮। মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া (৫৩), পিতা-মৃত আলী আহাম্মদ ভূঁইয়া, সাং-অলুয়া, থানা-ব্রাহ্মনপাড়া, বর্তমানে- পড়শী ভিলা, ঝাউতলা, থানা-কোতয়ালী, কুমিল্লা ।
৯। এমডি রাজীব (৩৮) অস্ত্রধারী, পিতা- মৃত এমডি মুরাদ, মোগলটুলী, থানা- কোতয়ালী, কুমিল্লা। ১০। আহমেদ নিয়াজ পাবেল (৪৬), পিতা- মৃত আলী মিয়া, শাসনগাছা, থানা- কোতয়ালী ।
১১। কালা বাচ্চু (৩৬) অস্ত্রধারী, পিতা-মালা মিয়া, মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা ।
১২। ফাহিম ওরফে মোটা ফাহিম (২৮) অস্ত্রধারী, পিতা-জামাল মিয়া, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা । ১৩। মোঃ নজির আহমেদ (৫০) অর্থ ও অস্ত্রযোগানদাতা, পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-বাণীপুর, থানা-সদর দক্ষিন, কুমিল্লা।
১৪। রাশেদুজ্জামান রাশেদ@ নূরজাহান রাশেদ, (৪৫) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং- ঢুলীপাড়া, ১৯ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন।
১৫। আনোয়ার হোসেন মিশু প্রকাশ শাহরিয়ার (৩০) ( সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ), পিতা- - ছিদ্দিকুর রহমান, সাং-পূর্ব দৈয়ারা কোদালিয়া পাড়া, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা ।
১৬। মান্নান কবির ভুইয়া (৪৫), পিতা-মৃত হুমায়ুন কবির ভুইয়া, সাং-জগন্নাথপুর, কোতয়ালী, কুমিল্লা । ১৭। মোঃ আখলাক হায়দায় (৬০) সাবেক উপজেলা চেয়ারম্যান (অর্থ ও অস্ত্র যোগানদাতা), পিতা-মৃত আবুল বাশার, সাং-সিন্দুরিয়া পাড়া, বুড়িচং, কুমিল্লা।
১৮। নুর মোহাম্মদ সোহেল (৩৫) সভাপতি, মহানগর ছাত্রলীগ,পিতা-অজ্ঞাত, সাং-মুন্সেফকোয়াটার, কোতয়ালী, কুমিল্লা ।
১৯। খোরশেদ আলম(৬৫)আহবায়ক কৃষকলীগ,পিতা-অজ্ঞাত, সাং-দৈয়ারা লক্ষীপুর, ২২নং ওয়ার্ড, সদর দক্ষিণ, কুমিল্লা ।
২০। আজিজুল হক শিহানুক (৪০) সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, পিতা-অজ্ঞাত, সাং-মুন্সেফবাড়ি, থানা- কোতয়ালী।
২১। গাজী গোলাম সারোয়ার শিপন (৪৪), সাবেক কাউন্সিলর, অস্ত্রধারী, পিতা- শাহিন মিয়া, সাং-ছোটরা, নিউ ডিসি রোড,কোতয়ালী, কুমিল্লা ।
২২। সৈয়দ শাহিদুল আহসান টিপু(৪৫), পিতা-মৃত সৈয়দ আবদুল করিম, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা ।
২৩। আমিনুল ইকরাম(৩৭),কাউন্সিলর ৬নং ওয়ার্ড,পিতা-মৃত রমজান আলী, সাং-পূর্বচানপুর, থানা- কোতয়ালী ।
২৪। সাদিকুর রহমান পিয়াস (৩৬) পিতা- জালু মিয়া, সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ,সাং-ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা ।
২৫। সালেহ আহমেদ রাসেল(৪২),পিতা-মৃত সেকান্দর মাস্টার, গ্রাম-জামিরা,লালমাই (বরতমার ঠিকানা আলিফ টাওয়ার, মদিনা মসজিদ, থানা- কোতয়ালী, কুমিল্লা।
২৬। মোঃ আবু তাহের(৫৫),পিতা-মৃত নুরুল ইসলাম,সাং-মল্লিকা, ঝাউতলা, থানা- কোতয়ালী মডেল। ২৭। হাবিবুল আল আমিন সাদী (৫৫), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর, ১১ নং ওয়ার্ড, সাং-মুন্সেফবাড়ি থানা- কোতয়ালী।
২৮। সাইফুল আলম রনি (৫০), (জামাই রনি), পিতা-অজ্ঞাত,সাং-তালপুকুরপাড়, থানা- কোতয়ালী ।
২৯। সরকার মাহমুদ জাবেদ (৫৬), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর, ৩নং ওয়ার্ড,সাং-রেইসকোর্স,থানা- কোতয়ালী।
৩০। আশরাফুল আলম স্বরূপ (৩৫) অস্ত্র ব্যবসায়ী, পিতা-মৃত মাহাবুল আলম সেলিম, সাং-উজিরদিঘীরপাড় আলম ভবন, কোতয়ালী, কুমিল্লা।
৩১। আতিকুল্লাহ খোকন (৬৫), মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা ।
৩২। কাউসার জামান কায়েস (৪৫), পিতা-অজ্ঞাত, বাগিচাগাও, থানা- কোতয়ালী।
পিতা-অজ্ঞাত, সাং-
৩৩। মোঃ সাজ্জাদ হোসেন সরকার (২৭), পিতা-জহির হোসেন, সাং-রেইসকোর্স মডেল একাডেমীর পাশে, কোতয়ালী, কুমিল্লা মোহনপুর সরকার বাড়ী, দেবিদ্বার, কুমিল্লা।
৩৪। মুরাদ মিয়া (৪৮), পিতা-অজ্ঞাত, সাং- কালীয়াজুরী, থানা- কোতয়ালী।
৩৫। কাউন্সিলর আজাদ হোসেন (৫২), পিতা- মৃত খলিলুর রহমান, শ্রীমন্তপুর, ২২ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিণ কুমিল্লা।
৩৬। হাসান রাফি রাজ(৫৫), সাবেক চেয়ারম্যান ৫নং পাঁচথুবী ইউপি, পিতা-আবদুল হালিম, সাং-পাঁচপুৰী, কোতয়ালী মডেল,
৩৭। মোঃ কবিরুল ইসলাম শিকদার (৫৭), পিতা-মৃত ফজলুল করিম শিকদার, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা।
৩৮। মাওলানা মোশারফ হোসেন (৫৫), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-বলরামপুর (উত্তর দূর্গাপুর), কোতয়ালী, কুমিল্লা ।
৩৯। মোস্তফা কামাল (৫০), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-বলরামপুর (উত্তর দূর্গাপুর), কোতয়ালী, কুমিল্লা। 
৪০। হাজী শরীফ (৪৮), পিতা-মৃত বাবরী মিয়া, সাং-বলরামপুর(উত্তর দূর্গাপুর), কোতয়ালী, কুমিল্লা। 
৪১। আক্তার হোসেন (৪০), পিতা- হাসান মিয়া, সাং- উত্তর গাংচর, কোতয়ালী, কুমিল্লা ।
৪২। আবুল হাসান কাউন্সিলর (৪৫),পিতা- আনু মিয়া, সাং-রায়পুর, ২৭ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন। ৪৩। মোঃ সামছুল আলম (৪২), পিতা-আবদুল হালিম, সাং-লাচরা ভূইয়া বাড়ী দাঁদঘর, মনোহরগঞ্জ, সাং-আমোদপুর, হালিমানগর কোতয়ালী, কুমিল্লা।
৪৪। শাকিল আহমেদ রানা (৪৭), পিতা-এয়ার আহমেদ সেলিম, সাং- ইসলামপুর, কোতয়ালী, কুমিল্লা।
৪৫। মোঃ আবদুল আলীম (৪০), পিতা- মৃত আবদুল আমিন ভূঁইয়া, রেইসকোর্স, কোতয়ালী, কুমিল্লা।
হাল
৪৬। মারুফ হাসান রানা (৩২), পিতা-মৃত আবদুল লতিফ, সাং-ধানমন্ডি রোড রেইসকোর্স, কোতয়ালী, কুমিল্লা ।
৪৭। শাহ আলম খান (৫৫), সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড পিতা-অজ্ঞাত, (অশোকতলা), থানা- কোতয়ালী। ৪৮। কামাল @ ডিশ কামাল (৪৫),পিতা-অজ্ঞাত, সাং-পশ্চিম রেইস কোর্স,কবরস্থান সংলগ্ন কোতয়ালী, কুমিল্লা।
৪৯। পাড়া সোহেল (৫০), পিতা-হরমুজ আলী, সাং-শংকুচাইল দঃ পাড়া, বুড়িচং, কুমিল্লা ।
৫০। আক্তার হোসেন(৫৭), পিতা-মোঃ শামছুল হক মজুমদার, সাং-সাতবাড়িয়া,পোঃ-রহিমা নগর, থানা- কচুয়া, জেলা-চাঁদপুর, হাল সাং-ছোটরা, থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা।
৫১। জনি (২২), মাতা-লিপি মেম্বার, সাং-শাসনগাছা, কোতয়ালী, কুমিল্লা
৫২। মহিউদ্দিন (৪৫) অস্ত্রধারী, পিতা-রজ্জব আলী, সাং-পরিহলপাড়া, বুড়িচং, কুমিল্লা।
৫৩। মুর্শিদ মিয়া (৪২), পিতা-মজনু মিয়া, সাং-সাহেবনগর, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা।
৫৪। মোঃ রাকীব (৫০) অস্ত্রধারী, পিতা-মৃত আনু মিয়া, সাং-কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
৫৫ । মোঃ মেহেদি (২৩), পিতা-মোঃ কামাল হোসেন, সাং-নিমসার নাগের বাড়ী, বুড়িচং, কুমিল্লা। ৫৬। বিপ্লব (২৫), পিতা- শাহজান সাজু, সাং-নিমসার নাগের বাড়ী, বুড়িচং, কুমিল্লা।
৫৭। আবু আহমেন আবু (৪২) অস্ত্র ব্যবসায়ী, পিতা-আবদুল খালেক, সাং-আবিদপুর উত্তর পাড়া, বুড়িচং, কুমিল্লা ।
৫৮। মোঃ অহিদ মেম্বার (৪৫), পিতা-মৃত আবদুল লতিফ, সাং-কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
৫৯ । মোঃ শাহলম মেম্বার (৩২), পিতা-মোঃ শামছুল হক, সাং-মাধবপুর নিমসার কলেজের পেছনের বাড়ী, বুড়িচং, কুমিল্লা ।
৬০। আবু নাছের (৩৮), পিতা-মৃত আবদুল জব্বার, সাং-মাধবপুর নিমসার কলেজের পেছনের বাড়ী, বুড়িচং, কুমিল্লা।
৬১। ফারুক আহমেদ সোহেল(৪৯), অস্ত্রধারী পিতা-ইদ্রিছ আহমেদ, সাং-চানপুর, পূর্বপাড়া, কোতয়ালী,
৬২। মোঃ আবদুল কাদের (৪৮), পিতা-মৃত আবদুল হক, সাং-আলেখার চর, কোতয়ালী, কুমিল্লা । ৬৩। বিশ্বজিৎ বলবসু (৫৫), পিতা-মৃত রঞ্জিত বলবস, সাং-গাংচর পানপট্টি, কোতয়ালী, কুমিল্লা। ৬৪। এরশাদ (৩৬), পিতা-সোলেমান, সাং-জগন্নাথপুর, দেবিদ্বার, কুমিল্লা । ৬৫। নজরুল (৪২), পিতা-আকামত আলী, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা । ৬৬। সজীব (২৫), পিতা- জলিল মিয়া, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা। ৬৭। রাসেল (৩৩) পিতা-আবদুস সাত্তার, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা ।
৬৮। মহসিন (৩০), পিতা- ইউনুছ মিয়া, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা।
৬৯। মোঃ এহতেশামুল হক রুমি (৪২),কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও কেন্দীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদাক পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-বুড়িচং,
৭০। ইকবাল হোসেন বাহালুল(৫৫),সাবেক চেয়ারম্যান ৫নং পাঁচথুবী ইউনিয়ন,পিতা-মৃত লাল মিয়া, কোতয়ালী, কুমিল্লা।
৭১। শাক্কু (অস্ত্রধারী) (৪৫), পিতা- ইকবাল, শাসনগাছা, থানা- কোতয়ালী ।
৭২। শহীদুল ইসলাম চপল (৫০) (অস্ত্রধারী), পিতা- মৃত রফিকুল ইসলাম, ধর্মপুর, থানা- কোতয়ালী। 
৭৩। কাউসার (৩৬), পিতা-কুদ্দুস মিয়া
৭৪। মোতালেব (৪৪), পিতা- ইদন মিয়া
৭৫। সেলিম উল্লাহ (৪৫), পিতা- রুসমত আলী,
৭৬। সাইমন (২৩), পিতা-আলফাজ হোসেন
৭৭। আবদুল্লাহ (২৪), পিতা-হোসেন,
৭৮। মমিনুল হক সুমন (৩৭), পিতা-আবুল হাসেম, সর্ব সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা । 
৭৯। মোঃ দুলাল হোসেন অপু (৫০) পিতা- আব্দুস সাত্তার, শ্রীমন্তপুর, থানা- সদর দক্ষিন।
৮০। মাসুদ রানা (৪৫), পিতা-আবদুস সামাদ, সাং-ফলকামুড়ি, বরুড়া, কুমিল্লা ।
৮১। স্বপন (৫৪) সভাপড়ি শিলমুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ৯নং শিলমুড়ি ইউনিয়ন, পিতা-মৃত নুরুল টিসলাম, সাং-ফলকামুড়ি, বরুড়া, কুমিল্লা।
৮২। ইকবাল হোসেন (৫২), পিতা-মৃত দুদু মিয়া, সাং-সদর হাসপাতাল রোড, কোতয়ালী, কুমিল্লা ।
৮৩। অপু ভট্টচার্য্য (৩৫), পিতা-শান্তি রঞ্জন ভট্টচার্য, সাং-বাদুরতলা সিডি প্যাথ গলি, কোতয়ালী, কুমিল্লা। ১৯৪। বিল্লাল (৩৬), পিতা-অদুদ মিয়া
৮৫। ফারুক (৩৫), পিতা- কুদ্দুস মিয়া
৮৬। আৰু বকর (২৬), পিতা- সেলিম
৮৭। রাজীব (২৭), পিতা-আতিক
৮৮। ইব্রাহিম (৩২), পিতা-ইউনুছ মিয়া
৮৯। ইকবাল (৩৩), পিতা-মকবুল হোসেন,
১০। শিহাব কলি (২৭), পিতা-সেলিম মিয়া, সর্ব সাং-সাইচাপাড়া গঙ্গামণ্ডল দেবিদ্বার, কুমিল্লা। ফরিদ মিয়া (৪৮), পিতা-দুদ মিয়া, সাং-কুটুমপুর, চান্দিনা, কুমিল্লা।
১২। আলমগীর হোসেন পাটোয়ারী (৪৫), পিতা-সফিক পাটোয়ারী, সাং-পাঁচরা, উত্তরপাড়া, থানা-চৌদ্দগ্রাম, "কুমিল্লা
৯৩। কাজী মাহাবুবুর রহমান (৪৫), পিতা-কাজী আবদুল হক, সাং-পশ্চিম শিং কংশনগর, বুড়িচং, কুমিল্লা । 
৯৪ । আব্দুল মালেক ভূইয়া (৫০), পিতা- মৃত আশু মিয়া ভূইয়া, শ্রীভল্লবপুর, পশ্চিম পাড়া, থানা- সদর। 
৯৫। মোঃ রনি (৩০), পিতা-আবদুল মালেক মিয়া, সাং-২য় মুরাদপুর, ভূঁইয়া পুকুরপাড়, কোতয়ালী, কুমিল্লা। 
৯৬। মোখলেছুর রহমান (৪০) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মহানগর আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, কোতয়ালী, কুমিল্লা।
৯৭। তাইসুখ ইসলাম(৩৩) অস্ত্রধারী, পিতা-শেখ জহিরুল ইসলাম, সাং-আর্ট নার্সিং মেডিকেল কলেজ, বিশ্বরোড,থানা-সদর দক্ষিন, হাল সাং-মনোহরপুর ১১নং ওয়ার্ড, কোতয়ালী, কুমিল্লা
৯৮। মোঃ আবদুল কাদের (৪৭), পিতা-মৃত গফুর মিয়া, সাং-জুগীরকান্দি, কাশিনগর, চৌদ্দগ্রাম কুমিল্লা । ৯৯ ।সফিউল আলম শাওন (২৭), পিতা- মাহে আলম, সাং- পানপট্রি গাংচর, কোতয়ালী, কুমিল্লা।
১০০। রাশেদ(২৮),পিতা-অজ্ঞাত, অসূত্রধারী পিস্তল, ২নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটারী, সাং-ছোটরা, কোতয়ালী, কুমিল্লা ।
১০১।স্বপন @ কালট স্বপন (৪৯),সহসভাপতি,৫নং ওয়ার্ড যুবলীগ, পিতা-অজ্ঞাত, সাং-মোগলটুলি, উত্তর গাংচর, কোতয়ালী, কুমিল্লা।
১০২। জসিম @ ডেজার জসিম (৪০), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-ঘোড়াশাল, থানা-মুরাদনগর,কুমিল্লা । ১০৩। মামুন (৫০), ডিরেক্টর-গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, কোতয়ালী, কুমিল্লা। ১০৪। কাইয়ুম (৩৫), পিতা-অজ্ঞাত, সাং- রেইসকোর্স, থানা- কোতয়ালী।
১০৫। রুহুল আমিন (৩৭), পিতা-আবুল কাশেম, সাং-মোস্তফাপুর কালীর বাজার, কোতয়ালী, কুমিল্লা। ১০৬। তাজুল ইসলাম খোকন (৬০), পিতা-আজিজুল ইসলাম, সাং- ধনেশ্বর, কুমিল্লা সদর দক্ষিন, ১০৭। মোঃ পেয়ার আহমেদ (৩২), পিতা-আবদুস সাত্তার, সাং- রাজেন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা ।
১০৮।মোঃ জামাল হোসেন (৩৫), পিতা-মৃত আবদুল করিম, সাং-চক লক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা । 
১০৯। মোঃ ইমাম হোসেন (৩২), পিতা-আবু তাহের, সাং- রাজেন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা। 
১১০। মোঃ সুরুজ মেম্বার (৫০), পিতা-মৃত রমজান আলী, সাং- রাজেন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা । 
১১১। সোয়েব হোসেন সোহেল মেম্বার (৪৫), পিতা-দোলয়ার হোসেন, সাং-চকলক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম, 
১১২। মোঃ টিপু @ সাংবাদিক (৩৮),পিতা-রশিদ মিয়া, সাং- কাপ্তানবাজার, মকবুলের বাড়ি,থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা।
১১৩। মোঃ আলমগীর হোসেন সরকার(৫০),সভাপতি,৫নং ওয়ার্ড,আওয়ামীলীগ,দূর্গাপুর,পিতা-আবদুল মালেক, সাং- ঘোড়ামারা,থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা ।
১১৪। মুরাদ পাটোয়ারী(৩৫), পিতা-আতিক পাটোয়ারী, সাং-পাঁচরা, উত্তরপাড়া, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা 
১১৫। মোঃ ইয়াকুব আলী (৪৮),পিতা- মৃত ফজলু মিয়া, সাং- ঘোড়ামারা, থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা । 
১১৬। মোঃ শান্ত মিয়া (২৬),পিতা-মৃত দুলাল মিয়া, সাং- ঘোড়ামারা, থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা । ১১৭। শরীফুল ইসলাম ফাহিম (২০), পিতা-অজ্ঞাত (ছাত্রদের উপর হামলাকারী), সাং-ভাটপাড়া, কোতয়ালী, কুমিল্লা ।
১১৮। মোঃ আমজাদ হোসেন (৫০), পিতা-মৃত আমিনুল হুদা, সাং-কালিয়াজুরি, কোতয়ালী, কুমিল্লা। 
১১৯। মোকলেছুর রহমান (৫০),বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মহানগর আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত, অজ্ঞাত, কোতয়ালী, কুমিল্লা ।
১২০। ফরহাদ হোসেন পাটোয়ারী(৪২),পিতা-আতিক পাটোয়ারী, সাং-পাঁচরা, উত্তরপাড়া,থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা 
১২১। আশরাফুর রশিদ ইমু (২৫), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-আড়াইওড়া পূর্ব পাড়া, কোতয়ালী, 
১২২। শাখাওয়াত হোসেন (৪৫), পিতা- ছিদ্দিক (@ জিন ছিদ্দিক, সাং-ধনুয়াখলা, থানা- কোতয়ালী মডেল, 
১২৩। মোঃ মিজান(৩০),পিতা-মৃত সাদেক সর্দার, সাং- গোলাবাড়ি, থানা- কোতয়ালী মডেল, 
১২৪। মোঃ ইমরান হোসেন সাগর(২৭), পিতা-মৃত সাদেক সর্দার, সাং- গোলাবাড়ি,থানা- কোতয়ালী মডেল, 
১২৫। তাজুল ইসলাম মন্টু(৫০)পিতা-হারুন মিয়া, সাং- ধর্মনগর গোলাবড়ি, সর্দার বাড়ি, থানা- কোতয়ালী মডেল, 
১২৬।মোঃ তানভীর হোসেন(২৯),পিতা-মোঃ আলমগীর হোসেন সরকার,সাং-ঘোড়ামারা,থানা-কোতয়ালী, 
১২৭। আরিফুল ইসলাম(৪০),পিতা- মৃত আবদুল মজিদ, সাং- আলেখারচর মধ্যপাড়া, থানা- কোতয়ালী মডেল, 
১২৮ । বিল্লাল হোসেন,সাবেক মেম্বার(৪২),পিতা-মৃত সেকান্দর আলী, সাং- আলেখারচর, থানা- কোতয়ালী, 
১২৯। মোঃ আলমগীর হোসেন(৩২),পিতা- কাজী সিরাজুল ইসলাম, সাং- আলেখারচর,থানা- কোতয়ালী 
১৩০। জাবেদ হোসেন(৪২), পিতা- অদুদ মিয়া, সাং- নুরপুর, থানা- কোতয়ালী মডেল,
১৩১। আতিক খান(৪৮),পিতা-মৃত মতিন খান, সাং- নুরপুর বড় বাড়ি,থানা- কোতয়ালী মডেল, 
১৩২। আমজাদ হোসেন (৪৪), অস্ত্রধারী, পিতা-আবুল কাশেম, সাং- নুরপুর উত্তরপাড়া, থানা- কোতয়ালী মডেল, 
১৩৩। ইকবাল হোসেন(৪০),পিতা-মৃত ছাদেক হোসেন, সাং- নুরপুর, জমাদ্দার থানা- কোতয়ালী মডেল, 
১৩৪ । আসলাম মিয়া(৫০),পিতা-মৃত আকবর আলী, সাং- নুরপুর মসজিদ বাড়ি, থানা- কোতয়ালী মডেল, 
১৩৫। অনুপম দাস বাধন(২৯),ডিপার্টমেন্ট আরকিলজি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন পিতা-অজ্ঞাত,হাল সাং- কান্দিরপাড়,থানা- কোতয়ালী মডেল,
১৩৬। কাউসার আহমেদ(২৮), ডিপার্টমেন্ট ইকনিমিক্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পিতা-অজ্ঞাত, সাং- রামপুর কোট বাড়ি,থানা- সদর দক্ষিন,
১৩৭। আমিকুর রহমান সজল(৩৩),পিতা-মৃত মিজানুর রহমান, সাং- হযরত পাড়া, থানা- কোতয়ালী মডেল, 
১৩৮। জুবায়ের আলম বিপ্লব(৩৫),পিতা-জাহাঙ্গীর আলম, সাং- হযরতপাড়া, থানা- কোতয়ালী মডেল, 
১৩৯। জহিরুল কামাল (৫৬), পিতা-আলী নোয়াব মিয়া, সাং- দসারদা পালের মাঠ,ঠাকুরপাড়া, থানা- কোতয়ালী 
১৪০। অভিজিত চক্রবর্তী (৩৭),পিতা-অজিত চক্রবর্তী, সাং- মাস্টারপাড়া থানা- কোতয়ালী মডেল,
১৪১। শাহিন আলম(৪০), পিতা-হারুন মিয়া, সাং- হরিপুর থানা- কোতয়ালী মডেল,
১৪২। সোহেল মিয়া(৪২), পিতা-হারুন মিয়া, সাং- জিয়াপুর থানা- বুড়িচং,
১৪৩। মোঃ ফরিদ(৪৫),পিতা-মৃত মমতাজ উদ্দিন সরকার, সাং- গোপালনগর, রামমোহন থানা- বরুড়া, 
১৪৪। মনির হোসেন(৪৫), অস্ত্রধারী, পিতা-মৃত হামিন আলী, সাং-বল্লভপুর, কালিরবাজার থানা-কোতয়ালী
১৪৫। রেজাউল করিম মিঠু (৩৫),যুবলীগ সভাপতি, পিতা-মৃত ইব্রাহিম কন্ট্রাকটর, সাং-কভপুর, কালিরবাজার থানা- কোতয়ালী মডেল,
১৪৬। নাসির মিয়া(৪৯),পিতা-মৃত আবুল কাশেম, সাং- ২য়মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল,
১৪৭। আবু ওবায়দা রাহিদ (৩৫), পিতা-কামাল উদ্দিন আহমেদ, সাং-নুরজাহান ভবন, বাদুরতলা,থানা- কোতয়ালী মডেল, সর্বজেলা-কুমিল্লাগন সহ অজ্ঞাতনামা ১০০/১৫০জন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন
জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয় শোক আজ
চান্দিনার পৌরসভার সাবেক মেয়র মফিজ গ্রেফতার
কুমিল্লার- লালমাই ৪০ বছর ধরে বাঁশের সাঁকোতেই পারাপার
কুমিল্লায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২