শিক্ষা
মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিয়োগের লিখিত ও
মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা
ছিল।
সোমবার (১৯ মে) পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক
অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের ২১ এবং ২০২৪ সালের
১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অডিটর পদে আগামী ২০ মে ও অফিস সহায়ক
পদে আগামী ২১ মে তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা এবং অফিস
সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী-কাম-ক্যাশিয়ার, রেকর্ড
কিপার, স্টোর কিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী পদে আগামী
২৩ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
এতে আরও
বলা হয়, স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পরিদর্শন ও নিরীক্ষা
অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রার্থীদের স্ব স্ব মোবাইল ফোন নম্বরে টেলিটক
বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসের মাধ্যমে জানানো হবে।