শনিবার ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
যে ছয় আমলে গুনাহ মাফ হয়
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম |


মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ফজরের নামাজে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেরি করলেন, আমরা দেখলাম সূর্য প্রায় উঠে যাচ্ছে। এক সময় তিনি দ্রুত বের হলেন। নামাজের ঘোষণা দেয়া হলো, তিনি সংক্ষীপ্তভাবে নামাজ আদায় করলেন। সালাম ফেরানোর পর তিনি উচ্চৈস্বরে আমাদেরকে বললেন, আপনারা আপনাদের কাতারে যেমন আছেন তেমনই বসুন।
তারপর আমাদের দিকে ফিরে তিনি বললেন, আমি আপনাদের বলব কী কারণে আজ আমার দেরি হয়েছে। আমি রাতে উঠে অজু করেছি, যা তাওফিক হয়েছে নামাজ আদায় করেছি, নামাজে আমার তন্দ্রা এসে যায় তাই আমার কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখি আমার রব আমার সামনে সর্বোত্তম আকৃতিতে। তিনি আমাকে বললেন, হে মুহাম্মাদ, আমি বললাম, লাব্বাইক আমার রব! তিনি বললেন, ঊর্ধ্বজগতের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? আমি বললাম, হে আমার রব আমি জানি না। আমি এই কথাটি তিনবার বললাম। তারপর আমি দেখলাম, আল্লাহ তাআলা তাঁর হাত আমার দু’কাঁধের মাঝখানে রাখলেন, এমনকি আমি তাঁর আঙ্গুলগুলোর শীতলতা অনুভব করলাম আমার বুকের মাঝখানে। তখন আমার সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেল এবং আমি জেনে গেলাম।
আল্লাহ তাআলা আবার বললেন, হে মুহাম্মাদ! আমি বললাম, লাব্বাইক হে আমার রব! তিনি বললেন, ঊর্ধ্বজগতের ফেরেশতারা কী নিয়ে তর্ক করছে? আমি বললাম, তারা কাফফারা তর্ক করছে। তিনি বললেন, সেগুলো কী? আমি বললাম, জামাতের জন্য হাঁটা, নামাজের পর মসজিদে বসে থাকা, কষ্টের সময় পূর্ণরূপে অজু করা। তিনি বললেন, আর কী? আমি বললাম, পানাহার করানো, সুন্দর কথা বলা, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় করা।
আল্লাহ তাআলা বললেন, তুমি প্রার্থনা কর, আমি বললাম,
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি’লাল খায়রাতি ওয়া তারকিল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকীনি ওয়া আন তাগফিরালী ওয়া তারহামনি ওয়া ইযা আরাদতু ফিতনাতা কাওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুনিন আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ুহিব্বুকা ওয়া আমালিন ইয়ুকাররিবু ইলা হুব্বিকা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণের কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ ছেড়ে দেয়ার তৌফিক চাই, অভাবীদের জন্য ভালোবাসা চাই, আর আপনি যেন আমাকে ক্ষমা করেন ও আমার প্রতি রহম করেন। আর যখন আপনি কোন জাতিকে ফিতনা বা পরীক্ষায় নিপতিত করতে চান, তখন আমাকে পরীক্ষায় নিপতিত না করে মৃত্যু দিন। আমি আপনার কাছে আপনার ভালোবাসা, আপনাকে যে ভালোবাসে তার ভালবাসা এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার কাছাকাছি নিয়ে যাবে।
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, নিশ্চয় এ কথাগুলো সত্য, আপনারা এগুলো শিখুন ও শেখান। (সুনানে তিরমিজি)
এই দীর্ঘ হাদিসে আমরা চমৎকার একটি দোয়া পাই যা নবিজি (সা.) সবাইকে শিখতে ও শেখাতে বলেছেন। এ দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নেক আমলের তওফিক ও তার ভালোবাসা চাইতে পারি। এ হাদিস থেকে কাফফারা বা গুনাহ মাফ হয় এমন কিছু আমলের ব্যাপারেও আমরা জানতে পারি। আমলগুলো হলো,
১. জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
২. নামাজের পর কিছু সময় মসজিদে অবস্থান করে নামাজ, দোয়া ও জিকির করা।
৩. যে সময় মানুষ অজু করতে অলসতা করে যেমন বৃষ্টি বা শীতের সময়ও সুন্দরভাবে ওজু করা।
৪. অনাহারি, অভাবী মানুষ বা মেহমানকে খাবার খাওয়ানো।
৫. মানুষের সাথে সুন্দর ও নম্র ভাষায় কথা বলা।
৬. গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ আদায় করা।












সর্বশেষ সংবাদ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়
‘আসিফ নজরুল স্যার দায় এড়াতে পারেন না’
সড়কে পড়েছিল ‘৪৫ লাখ’ টাকা
‘নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে’
মুরাদনগরে গোমতী নদীর তীরথেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
কুমিল্লায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিদের বিক্ষোভ, সাংবাদিককে ছরিকাঘাত
এ সরকারের হাতে দেশের ভূখণ্ডনিরাপদ নয়
কুমিল্লায় ঘুষ ছাড়াই নিয়োগ পেলেন ৭৫ কনস্টেবল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২