জাতীয়
নাগরিক পার্টি- এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আইন
উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে বলেছেন, যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে
সরাসরি জড়িত রয়েছে তারা যখন আদালতে যায় কোন বিচারক তাদের জামিন দেয় ?
এগুলোর পিছনে কাদের ইন্দন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন।
আপনি বার বার বলছেন, আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনাকে যদি কেউ কাজ করতে
না দেয়, কেউ বাধা দেয় অথবা কেউ যদি কোন ধরণের প্রেসারে রাখে সেটা আপনি
জাতীর সামনে উপস্থাপন করুন।
শুক্রবার (১৬ মে) কুমিল্লা শিল্পকলা
একাডেমিতে ছাত্র জনতার গণআন্দোলনে ‘কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের
সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত
আব্দুল্লাহ আইন উপদেষ্টাকে উদ্দেশ্যে করে আরও বলেন, হত্যাকাণ্ডের যারা জড়িত
তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘুরাফেরা করছে ? এটা আমাদের
ব্যর্থতা তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। এর দায় আপনি এড়াতে পারে না।
আমরা
আপনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করা
হবে। এখন মে মাস এখনো পর্যন্ত কেন ট্রাইবুনাল গঠন হয় নাই। অন্তবর্তী সরকার
যদি মনে করে থাকেন, খুনিদের বিচার, আওয়ামীলীগের বিচার উপদেষ্টারা অন্যকোন
বড় সংস্কার রয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে
এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান ও প্রথম সংস্কার। হাসনাত আরও বলেন, আমরা
সংস্কার ও নির্বাচন দুটাই চাই তবে বিচার হবে সংস্কার হবে এই সংস্কার
প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচন হবে।