আরোও এক ধাপ এগিয়ে গেল এলিট কারাতে পয়েন্ট।বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বাংলাদেশ
সিতোরিউ কারাতে-দো ইউনিয়ন থেকে নিবন্ধিত হয় কুমিল্লা এলিট কারাতে পয়েন্ট। এর মধ্য দিয়ে কুমিল্লায়
একটি পূর্ণাঙ্গ কারাতে সংগঠনের স্বীকৃতি পেল এলিট কারাতে পয়েন্ট।
গত ১১ মে চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান খন্দকার ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফজলে রাব্বীর হাতে সনদ পত্র
তুলে দেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।
সংগঠনটি
কুমিল্লা স্টেডিয়ামের (লং টেনিস) মাঠে প্রশিক্ষনের পাশাপাশি ইবনে তাইমিয়া
স্কুল এন্ড কলেজে নিয়মিত কারাতে প্রশিক্ষন পরিচালনা করে আসছে। তা ছাড়াও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সল্প সময়ের আত্মরক্ষামূলক কর্মশালা পরিচালনা
করে আসছে। এলিট কারাতে পয়েন্ট একজন সফল কারাতেকা তৈরিতে সর্বোচ্চ ভূমিকা
রেখে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। সংগঠনটির যুগ্ম
সাধারণ সম্পাদক সুফি শরফুদ্দিন চৌধুরী আমাদের বলেন- কারাতে সম্পর্কে ধারনা
প্রত্যেক সচেতন নাগরিকদের থাকা আবশ্যক, কেননা এর মাধ্যমে
আত্মরক্ষা, সুস্থতা ও আত্মবিশ্বাসী হয়ে উঠে। সকল কারাতে সংগঠকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ব্যবসায়িক বা
ক্ষমতার উর্ধ্বে সততা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা থেকে যদি কারাতে প্রশিক্ষন পরিচালনা করা হয় তাহলে তরুন
প্রজন্ম উপকৃত হবে এবং কারাতে একটি আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হবে।