হোমনা প্রতিনিধি:
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য
নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপন করা
হয়েছে।
শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত
বক্তৃতা,সুন্দর হাতের লেখা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক
অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি
ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহাম্মদ মোফাচ্ছের।
এ
উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে আহম্মেদ মোফাচ্ছের বলেন,
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর আগামীদিনের সুনাগরিক গড়ে তুলতে শিশুদের শিক্ষার জন্য সর্বোচ্চ
আন্তরিকতায় কাজ করতে হবে। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যাতে
হারিয়ে না যায়। তাদেরকে আবাদ করতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা নাহার সুলতানার সভাপতিত্বে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
খাদিজা আক্তারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সহকারি শিক্ষা কর্মকর্তা মো.
নজরুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, পোষ্টার
দিলরুবা আক্তার, হোমনা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির
সভাপতি মো. হুমায়ুন কবির, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.
মনিরুজ্জামান মনির,প্রধান শিক্ষক খাইরুন্নেছা,হালিমা বেগম, সহকারী শিক্ষক
আফরোজা বেগম সুমী, মো. কাজল, মোল্লা শোকতারা, অঞ্জনা সূত্রধরসহ শিক্ষক
শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা মুলক সাংস্কৃতিক
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেন করেন সহকারি শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম,
সহকারি শিক্ষক শান্তিরঞ্জন সূত্রধর, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি
শিক্ষক রাহিদ হাসান দাদন, আল আরাফ ও বহতা প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করা হয়।