চৌদ্দগ্রাম
প্রতিনিধি: চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে সাংগঠনিকভাবে তৃণমূল
শক্তিশালী করতে বিএনপির ওয়ার্ড ভিত্তিক দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হচ্ছে। প্রতিদিন কোন না কোন ওয়ার্ডে সম্মেলন চলছে। গতকাল কনকাপৈত ইউনিয়নের
৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক
কামরুল হুদা। মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি'র
আহ্বায়ক নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন
উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম রাজু। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব
ইয়াসিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক
জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন ফরায়েজী,
নুরুন্নবী পাটোয়ারী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রাকিবুল হাসান
মহব্বত, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক চুট্টু, আব্দুর
রাজ্জাক রাশেদ, কনকাপৈত ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি কাজী মহিউদ্দিন নয়ন,
সেক্রেটারী মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও ৮নং ওয়ার্ড সভাপতি
প্রভাবশালী বিএনপি নেতা এয়াসিন, সেক্রেটারী হাফেজ। অনুষ্ঠানে উপজেলা ও
পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।