নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মা-মেয়ের প্রাণ গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান।
নিহতরা
হলেন- লক্ষ্মীপুরের দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জামিলা সুলতানা
(২১) ও তার দুই বছরের মেয়ে ফাতেমা আক্তার। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ
দুজন আহত হয়েছেন।
পুলিশ বলছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর
চৌমুহনীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে
ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জামিলা ও তার মেয়ে মারা যান।
দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান।