কুমিল্লার
মনোহরগঞ্জ উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন গাজালা
পারভীন রুহি। বুধবার (৭ মে) কুমিল্লা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি
প্রাপ্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
এর আগে গাজালা পারভীন
রুহি ফেনীর ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার পদে কর্মরত ছিলেন। গত ৪মে
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ
দেওয়া হয়।
জানা যায়, গাজালা পারভীন রুহি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা
জন্ম গ্রহণ করেন এবং ৩৫ তম বিসিএস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে প্রশাসন
ক্যাডার হিসাবে দায়িত্ব পালন শুরু করেন।
আগামীদিনে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালনের সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন গাজালা পারভীন রুহি।