শনিবার ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
স্কুল মাঠে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড রয়েছে ময়লার ভাগাড়
প্রদীপ মজুমদার
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৩৩ এএম |


কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর (ভূশ্চি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি সংক্রান্ত বিরোধ থাকায় সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছে না। সেই সুযোগে বিদ্যালয়টির মাঠের উত্তরাংশে সিএনজি চালিত অটো রিকশার স্ট্যান্ড, গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান ও পূর্বাংশে ময়লার ভাগাড় গড়ে উঠেছে। মাঠে রাখা গাড়ি, অটো রিকশা ও স্কুল ভবন লাগোয়া সড়কে চলাচলকারী গাড়ির হাইড্রোলিক হর্ণে শিক্ষার্থীরা শ্রেণি পাঠগ্রহণে মনোযোগ হারাচ্ছে। ভাগাড়ের ময়লার দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের লালমিয়া ১৯৪০ সালে ভুশ্চি বাজার ঘেঁষে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৬জন শিক্ষক ও ২শ ৫০ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলার দুইটি ক্লাস্টারের একটি এই বিদ্যালয়ে। ৮৫ বছরের পুরনো বিদ্যালয়টিতে সীমানা জটিলতা ও স্থানীয় কিছু ব্যক্তির বাঁধার কারণে সিমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি পশ্চিম বাজার কাশিনগর-লাকসাম পাকাসড়ক লাগোয়া বিদ্যালয়টির পশ্চিম, উত্তর ও পূর্ব পাশে সীমানা প্রাচীর নেই। মাঠের উত্তরাংশ দখল করে গড়ে উঠা স্ট্যান্ডে আটিটি ও হরিশ্চরমুখী ৪/৫টি সিএনজি চালিত অটোরিকশা যাত্রীর অপেক্ষায় রয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অটো চালকরা দ্রুত সড়কে চলে যান। মাঠের পূর্ব-উত্তর কোনে একটি  প্রাইভেটকার পার্কিং করা। মাঠের ঠিক মধ্যখানে একটি ইট ভাঙ্গার মেশিন পড়ে আছে। স্কুলের পূর্ব পাশে গড়ে উঠা ময়লার ভাগাড়ে কুকুর ছাটছে। এসবের মধ্যেই মাঠের দক্ষিণ পশ্চিমাংশে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবশে করাচ্ছেন। গর্তে ভরা মাঠে শিশুরা সারি  ঠিক রাখতে পারছে না। সমাবেশের পিছনে (পূর্বাংশে) উপস্থিত শিক্ষার্থীরা এক হাত নাক ছেপে রেখেছে, বাকি এক হাতেই শিক্ষকের নির্দেশনা পালন করছে। 
বিদ্যালয়টির ৫ম শ্রেণির শিক্ষার্থী তালহা বলেন, একদিকে স্কুল মাঠের গর্ত, অন্যদিকে ময়লার দুর্গন্ধ। বাতাসে গন্ধ শ্রেণিকক্ষেও যায়। কয়েকদিন আগে আমার একজন সহপাঠী দুপুরে খাবারের সময় দুর্গন্ধের কারণে বমি করেছিল। 
বকুল সরকার নামের আরেক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের পশ্চিম পাশে আমাদের খেলার জন্য দোলনা, স্লিপার ও ভারসাম্যসহ কিছু সামগ্রী রয়েছে। সীমানা প্রাচীর না থাকায় আমরা সেখানে খেলতে পারি না। সেখানে প্রতিদিন সকাল থেকে গাড়ি পার্কিং করা থাকে। 
ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সেলিম মিয়া বলেন, বিদ্যালয় মাঠ ঘেঁষে অটোরিকশার স্ট্যান্ড বা ময়লার ভাগাড় গড়ে উঠায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। স্কুলের পশ্চিম পাশে সরকারিভাবে খেলনা স্থাপন করা হলেও বাচ্চারা খেলতে পারছে না। বার বার উদ্যোগ নেওয়ার পরও সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছেনা। সীমানা প্রাচীর হলেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।
লালমাই সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন বলেন, যেহেতু এটি ক্লাস্টার স্কুল। আমার প্রায়ই সেখানে যাওয়া হয়। স্কুল ভিজিটে গেলেই দেখি মাঠে সিএনজি-অটো রিকশা, বিভিন্ন গাড়ি পার্কিং করা। তাছাড়া মাঠের পূর্ব পাশে ময়লার ভাগাড়। জমি সংক্রান্ত জটিলতা দূর করে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করার কথা বলেন। 














সর্বশেষ সংবাদ
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
মহানগর আ.লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২