বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবির) সবশেষ বোর্ড সভা হয়েছিল ২৯ এপ্রিল। ভার্চুয়াল
সেই সভায় বোর্ড পরিচালকরা বিসিবির আর্থিক রিপোর্ট অ্যাপ্রুভ করেছিলেন।
আগামী শনিবার (১০ মে) বোর্ড নতুন করে সভা ডেকেছে। এবারের ইস্যুটি বড় হওয়ায়
বিসিবি কার্যালয়েই হবে মিটিং। সভার সবচেয়ে বড় ইস্যু জাতীয় দলের আসন্ন
পাকিস্তান সফর।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে দুই টি-টোয়েন্টি
খেলার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার সূচি
রয়েছে। লাহোর ও ফয়সালাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের পাঁচটি টি-টোয়েন্টি
খেলার কথা। কিন্তু কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে
যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। যা রীতিমত উদ্বেগের বড় কারণ হয়ে
দাঁড়িয়েছে।
এই অবস্থায় পাকিস্তানে দল পাঠানো ঠিক হবে কিনা এবং
পাকিস্তানও সিরিজ আয়োজন করতে পারবে কিনা সেসব নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি
নিয়ে ধোঁয়াশায় থাকায় আগাম মন্তব্যও করতে রাজি নয় বিসিবি। শনিবার বোর্ড
সভায় পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি ফারুক
আহমেদ। এমনটাই জানা গেছে।
পাকিস্তানে এখন পাকিস্তান সুপার লিগ চলছে।
রাওয়ালপিণ্ডিতে আজ করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ ছিল। যেই ম্যাচটির
ভেন্যুতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান।
বিদেশি খেলোয়াড়রা পিসিবি সভাপতি নাকভির সঙ্গে বৈঠক করে পাকিস্তান ছাড়তে
চেয়েছেন। এ অবস্থায় টুর্নামেন্টের বাকি অংশ নিয়েও রয়েছে শঙ্কা। এমতবস্থায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর না হওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন
সংশ্লিষ্টরা।