জারি, সারি, ভাটিয়ালির দেশ বাংলাদেশ। অঞ্চল ভেদে রয়েছে আলাদা আলাদা লোকজ সংস্কৃতি। এসব হারানো লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে পালিত হলো ‘বৈশাখী লোকনাট্য উৎসব’।
বাংলাদেশ নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগ আয়োজিত এবং কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৫ মে থেকে ৭ মে চলা তিন দিনের এ উৎসবের শেষ দিন ছিল বুধবার। উৎসবে প্রথম দিনে গাজীর পট, পালা গান, দ্বিতীয় দিন কবি গান, কারবালার জারী, সমাপনী দিনে ছাঁদ পেটানো গান এবং ধামাইল গান পরিবেশিত হয়।
জেলা কালচারাল অফিসার মোঃ ফয়েজ উল্লাহ এর সভাপতিত্বে উৎসবের সমাপনী দিনে উপস্থিত ছিলেন সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনুসহ কুমিল্লার সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।