নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ড, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের
গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(১২ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এই
ক্যাম্পটি ‘মানবিক কুমিল্লা’ ও কুমিল্লা মহানগর বিএনপির যৌথ উদ্যোগে
পরিচালিত হয়।
এ সেবামূলক আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজের অভিজ্ঞ
চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ৩০-৩৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চর্মরোগ, শিশু,
চক্ষু, সার্জারি, গাইনি ও নাক-কান-গলা বিভাগে চিকিৎসা প্রদান করেন।
কর্মসূচির
তদারকিতে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও মানবিক কুমিল্লার
চেয়ারম্যান উতবাতুল বারী আবু। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা ও
কাউন্সিলর প্রার্থী কাজী জামান।
চিকিৎসকদের মতে, এই ওয়ার্ডের অনেক
বাসিন্দা চর্মরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত। রোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং
সঠিক চিকিৎসা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
কাউন্সিলর প্রার্থী
কাজী জামান বলেন, “আমার লক্ষ্য জনগণের সেবা করা। আবু ভাইয়ের সহযোগিতায়
আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরেছি। অনেকেই
আছেন যারা চেম্বারে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, এ উদ্যোগ তাদের জন্য
অত্যন্ত সহায়ক।”
ড্যাব কুমিল্লা মেডিকেলের সভাপতি ডা. মিনহাজুর রহমান
তারেক বলেন, “আমরা যেখানেই ক্যাম্প করি, আগে সেখানকার রোগের ধরণ বুঝে নিই।
চিকিৎসা মৌলিক অধিকার, কোনো বিলাসিতা নয়। মানবিক কুমিল্লার এ উদ্যোগ
প্রশংসনীয়, এবং আমরা ভবিষ্যতেও তা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”
উতবাতুল
বারী আবু বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে, কুমিল্লা নগরবাসীর ঘরে ঘরে
স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ইতোমধ্যে আমরা ৮টি ওয়ার্ডে এই কার্যক্রম
সম্পন্ন করেছি। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ভালো কাজের মাধ্যমে
মানুষের মন জয় করাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “যারা আর্থিকভাবে
চিকিৎসা সেবা গ্রহণে অক্ষম, তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়। মানবিক
কুমিল্লা ও বিএনপি এই লক্ষ্যে একসাথে কাজ করে যাবে।”