চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম সাঙ্গিশ^রের আ’লীগ নেতা ফজলুল
হকের ছেলে সিরাজুল ইসলাম রুমনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা
হলো; বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের গিয়াস উদ্দিন হিরণের ছেলে আশরাফ
উদ্দিন পাভেল ও কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে
তারেক হোসেন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল
আরেফিন।
জানা গেছে, সরকার বিরোধী কাজে জড়িত থাকায় চিওড়া ইউনিয়নের আ’লীগ
নেতা পশ্চিম সাঙ্গিশ^র গ্রামের ফজলুল হকের ছেলে সিরাজুল ইসলাম রুমনকে
শনিবার রাতে আটক করা হয়। এরআগে দুই কেজি গাঁজাসহ আশরাফ উদ্দিন পাভেল ও
তারেক হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
চৌদ্দগ্রাম
থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা শেষে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ
নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।