রণবীর ঘোষ কিংকর।
লিবারেল
ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা
ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘গত কয়েক দিন আগে পররাষ্ট্র সচিব বলেছেন, পার্বত্য
চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ ও আমেরিকা থেকে
অনুরোধ করেছে একটি মানবিক করিডোর দিতে হবে। এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর
সম্মতি ছাড়া কোনো মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই।’
শনিবার (৩রা মে)
দুপুরে মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি’র
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাবেক এই
প্রতিমন্ত্রী আরও বলেন- এই মানবিক করিডোর সম্পর্কে বিদ্বান ও লেখাপড়া জানা
এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুজে আমাদের দেশকে
বিভক্ত করার জন্য বা আমাদের দেশের যে সামুদ্রিক বন্দর রয়েছে সেগুলোতে
প্রবেশের জন্য নানা রকম চক্রান্ত করে চীন, ভারত, আমেরিকা থেকে শুরু করে সকল
রাষ্ট্র সেই সুযোগটা নিতে চায়। যদি কোনো মানবিক করিডোর দিতে হয় নির্বাচিত
সরকার হবে, অনতিবিলম্বে নির্বাচন হবে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে
এরপর মানবিক করিডোর দেয়া হবে। এই সরকারের মানবিক করিডোর দেয়ার কোনো এখতিয়ার
নেই।
সভায় চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টারের
সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন - উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ
আবু তাহের।
উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও
প্রভাষক মো. সোহেল খাঁন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এলডিপি
কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক
শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাদেকুর রহমান,
বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক রুহুল আমিন, গণতান্ত্রিক যুবদল সভাপতি
সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, গণতান্ত্রিক
কৃষকদল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি
সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ। বর্ধিত সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন এলডিপি’র
সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তৃতা করেন।