বারী উদ্দিন আহমেদ বাবর।।
চট্টগ্রাম
থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে
ছিঁটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮ টায় ঢাকা-চট্টগ্রাম
রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন গোত্রশাল এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি
চট্টগ্রাম থেকে ছেড়ে আসার সময় শিশুটি ট্রেনের ছাদে ছিল। ট্রেনটি নাঙ্গলকোট
রেল স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে ছাদ থেকে পড়ে যায় ছেলেটি। এতে
ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মো: জামাল
হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা অভিমুখী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস
ট্রেনের ছাদ থেকে পড়ে ৮-১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি লাকসাম রেলওয়ে থানা
পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক
(ওসি) মোঃ এমরান হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
এখনো (রবিবার সন্ধ্যা ৮টা) পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।