আলমগীর হোসেন।।
কুমিল্লার
মুরাদনগরে বজ্রপাতে মইনুউদ্দিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার
দুপুরে উপজেলার লাজুর গ্রামে ফসিল জমিতে ধান কাটাকালিন বৃষ্টির সময়
বজ্রপাতে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মইনুউদ্দিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার লাজুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
নিহতের
চাচাতো ভাই আব্দুল কাদের জানান, সে পেশায় রং মিস্ত্রি ছিলো। কাজ না থাকায়
আজ ধান কাটতে মাঠে যায়। মা ও চার বোন সংসারে সেই একমাত্র উপার্জনকারী ছিল।
গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ আইনগত প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।