নিজস্ব
প্রতিবেদক: আগামী পথ চলার দিকনির্দেশনা- এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত
হলো কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভা।
গতকাল
শনিবার (৩ মে) দুপুরে কুমিল্লা ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত
ছিলেন এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য এবং ল্যাবএইড গ্রুপের
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, ব্র্যাক ইপিএল স্টক
ব্রোকারেজ লিমিটেডের পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স
অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম
সচিব সাজ্জাদ হোসেনসহ ১৯৭৩ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত বিভিন্ন ব্যাচের
প্রতিনিধিগণ।
সভায় ডা. এ এম শামীম বলেন, “নবীন ও প্রবীণ- সবাইকে নিয়েই
একটি কার্যকর ও শক্তিশালী কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন গঠন
করা হবে। আমরা নবীনদের মতামতকে যেমন গুরুত্ব দিচ্ছি, তেমনি প্রবীণদের
অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাই। অতীতের নেতিবাচক ঘটনাগুলোকে পেছনে রেখে
সম্মিলিতভাবে সামনে এগিয়ে যেতে চাই। তবে যেসব দিক সংশোধনের প্রয়োজন রয়েছে,
তা আমরা সকলে মিলে সংশোধন করবো। কুমিল্লা জিলা স্কুল আমাদের গর্বের অংশ, আর
এই এলামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের
জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।”
সভায় উপস্থিত ব্যাচ
প্রতিনিধিগণ এলামনাই অ্যাসোসিয়েশনের কাঠামো, গঠনতন্ত্র এবং ভবিষ্যৎ
কার্যক্রম নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আহ্বায়ক কমিটির
সদস্যরা তাদের মতামত গুরুত্বের সাথে গ্রহণ করার আশ্বাস দেন এবং বলেন,
“আমরা সবার মতামতকে সম্মান করি এবং এই অ্যাসোসিয়েশন গঠনের প্রতিটি ধাপে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”
এই মতবিনিময় সভার মাধ্যমে একটি সহমত ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি স্থাপিত হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।
এই মিলনমেলার মাধ্যমে নবীন-প্রবীণের সেতুবন্ধন সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরি হয়েছে।