সোমবার ৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ০৫.০৫.২০২৫ ১:৪৫ এএম |



 হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির-এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (৪ এপ্রিল) রাতে কুমিল্লা নগরী ও দেবিদ্বার উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হয়। 
এদিন রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ লাইন্স থেকে কান্দিরপাড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, মহানগর আহবায়ক আবু রায়হান, জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কাছাকাছি সময়ে কুমিল্লার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ করে এনসিপি কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিমের তত্ত্বাবধায়ক ও এনসিপির কেন্দ্রীয় সহ মুখ্য সংগঠক সদস্য নাভিদ নওরোজ শাহ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহানসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কুমিল্লা জিলা স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে। 
অপরদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে হাসনাত আব্দুল্লাহর নিজের উপজেলা দেবিদ্বারে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভ মিছিল আয়োজন করে। 
রবিবার (৪ মে) রাত ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বার সদর এলাকার নিউ মার্কেট চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাৎক্ষণিক এ প্রতিবাদ মিছিলে শত শত স্থানীয় জনতা ও ছাত্ররা অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, একজন হাসনাতকে হত্যা করা যাবে কিন্তু দেশের কোটি কোটি হাসনাতকে হত্যা করা যাবে না। হাসনাতরা এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। আজকে গাজীপুরে যারা হাসনাতকে হত্যার চেষ্টা করেছে তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর। এর আগেও গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। গাজীপুরে হামলাকারী কারা আমরা দেখেতে চাই, পুলিশ তাদেরকে কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হাসনাত আবদুল্লাহর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা। 
বিক্ষোভ অংশ নেন, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা নেতা নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ফয়সাল হোসেন, এমরান হোসেন, আবদুল্লাহ সামি, ফয়সাল মির্জা, জালাল হোসেন, জামাল হোসেন, শাহাদাত হোসেন শ্যামল, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, মোক্তাদির জারিফ সিক্ত, সাজেদুল রাফসান ও মো. হাসান। 
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হোন। তাকে বহনকারী গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।












সর্বশেষ সংবাদ
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
চৌদ্দগ্রামে আ’লীগ নেতার ছেলেসহ আটক ৩
মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ জনকে কারাদণ্ড
নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে ছিঁটকে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
চাঁদাবাজদের ভোট আমার দরকার নাই: হাজী ইয়াছিন
নাঙ্গলকোটে গফুর-নজিরকে এক করলো বিএনপির জেলা কমিটি
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২