নিজস্ব
প্রতিবেদক: অবশেষে কুমিল্লার নাঙ্গলকোটের শীর্ষ দুই নেতা সাবেক সংসদ সদস্য
গফুর ভূঁইয়া এবং উপজেলা বিএনপি'র আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়াকে এক করলেন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটির নেতৃবৃন্দ। শনিবার কুমিল্লার
নাঙ্গলকোটে এক সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের
সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির ও সদস্য সচিব আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিম উপস্থিত থেকে নাঙ্গলকোট বিএনপি'র ওই দুই নেতাকে একত্রিত করে
দলের পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় নজির আহমেদ ও গফুর ভূঁইয়াকে
করমর্দন ও কোলাকুলি করতে দেখা যায়।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, নাঙ্গলকোটে বিএনপির যত ওয়ার্ড কমিটি হবে
এক ওয়ার্ডে অন্য ওয়ার্ড থেকে কেউ আসবে না। কেউ যদি অন্য ওয়ার্ড থেকে আসে
আর আমাদের কাছে ভিডিও চলে আসে, তাহলে তারাই তো আবার আগামীতে ছাত্রদল
স্বেচ্ছাসেবক দল ও যুবদলের জন্য আবেদন করবেন - তাদেরকে কোথাও স্থান দেয়া
হবে না। নাঙ্গলকোটের বিএনপি'র জন্য সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। একজনের
সম্মান অপরজন রাখতে হবে।
সভাশেষে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ
ওয়াসিম বলেন, এখন নাঙ্গলকোটে আর কোন ভাই নেই। সবাই বেগম খালেদা জিয়া ও
তারেক জিয়ার জন্য স্লোগান দেবেন। সবাই বিএনপি'র জন্য কাজ করবেন।
এ সময় বেশ কয়েকজন নেতৃবৃন্দকে ' নজির-গফুর ভাই ভাই- ধানের শীষে ভোট চাই' এই স্লোগান দিতে শোনা যায়।
উল্লেখ্য,
৫ ই আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা বিএনপি'র একাধিক
গ্রুপের সৃষ্টি হয়। সময় এসব গ্রুপের সমর্থকদের মধ্যে নানান বিষয়ে ধাওয়া
পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনাও ঘটে। এছাড়াও নেতৃবৃন্দের বিরুদ্ধে নানান
অভিযোগও কেন্দ্রে পৌঁছায়। এরই প্রেক্ষিতে জেলা কমিটি দায়িত্ব নিয়ে নজির
আহমেদ ভূঁইয়া গ্রুপ ও গফুর ভূঁইয়া গ্রুপকে একত্রিত করার উদ্যোগ নেয়।