স্থানীয়সরকার
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেঅপ-প্রচারের প্রতিবাদে বাংলাদেশ বেকার
মুক্তি পরিষদের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ
করা হয়েছে।‘আসিফ মানেই চব্বিশ, আসিফ মানেই বিপ্লব, আসিফের অপমান সইবে নারে
জনগণ’ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
হয়।
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রিয় সভাপতি জুলাই আহত যোদ্ধা
আতিকুর রহমান রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের
ঢাকা মহানগর সভাপতি আবু বক্কর সিদ্দিক, জামালপুর জেলা সভাপতি জাহিদুল
ইসলাম, ঢাকা মহানগর দপ্তর সম্পাদক জান্নাতুল ইসলাম লিমা, ফরিদগঞ্জ উপজেলা
সভাপতি আনোয়ার হোসেন ও সিংড়া উপজেলা সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
সমাবেশে
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্বদানকারী
নির্যাতিত অগ্রনায়ক, স্বৈরাচার হাসিনা পতনের অসহযোগ আন্দোলনের ঘোষক, যে
ছেলেকে মর্গে খুজেছিল বাবা, তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের আসিফ। যাদের
দক্ষ নেতৃত্বে দীর্ঘদিনের বৈষম্য দুর করার পুঞ্জিভুত ক্ষোভ, পিলখানা বিডিআর
হত্যা, শাপলা চত্তরে হেফাজতের আলেম ওলামাদের হত্যা, ছাত্র জনতাকে হত্যা
জুলুম, নির্যাতন নিপিড়ন ও পরাধীনতার দেয়াল ভাঙ্গার সাহস পেয়েছে দেশের আপমর
জনগণ।
যারা জীবনের মায়া ত্যাগ করে ৫আগষ্ট রক্তক্ষয়ী বিপ্লবে দুই হাজার
শহীদ ও অর্ধ-লক্ষাধিক আহতের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে
আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। তাদের মধ্যে অন্যতম জীবন্ত শহীদ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া
মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার নামে নির্লজ্জ কতিপয়
ব্যক্তি চব্বিশের বিপ্লকে ব্যর্থ করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
আমরা জুলাই বিপ্লবে আহত যোদ্ধারা ও সাধারণ জনগণ নোংরা ষড়যন্ত্রকারীদের
অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বেঁচে থাকা অবস্থায়
ষড়যন্ত্রকারীদের সফল হতে দিব না।