সোমবার ৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১২:৪৭ এএম |


বিদেশে চিকিৎসা, পড়াশোনা, প্রশিক্ষণসহ নির্ধারিত কয়েকটি খাতে খরচ পাঠানো সহজতর করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৪ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন থেকে অনুমোদিত ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি ও চিকিৎসা সংক্রান্ত ব্যয়সহ নির্দিষ্ট কিছু খাতে রেমিট্যান্স পাঠাতে পারবে।
এর আগে, কেবলমাত্র ব্যাংকগুলোর নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই ধরনের লেনদেন করা যেত। নতুন নির্দেশনায় সেই সুযোগ আরও সম্প্রসারিত হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, এটি একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে কাজ করবে, যা বৈদেশিক লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করবে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে বিদেশে অর্থ পাঠানো উৎসাহিত হবে। এতে একদিকে গ্রাহকদের ভোগান্তি কমবে, অন্যদিকে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার ধারা আরও জোরদার হবে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় ডলারের বাজারে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে ডলারের ব্যবহার ও বৈদেশিক লেনদেনের প্রক্রিয়া আরও উন্মুক্ত করা হচ্ছে।













সর্বশেষ সংবাদ
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
চৌদ্দগ্রামে আ’লীগ নেতার ছেলেসহ আটক ৩
মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ জনকে কারাদণ্ড
নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে ছিঁটকে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
চাঁদাবাজদের ভোট আমার দরকার নাই: হাজী ইয়াছিন
নাঙ্গলকোটে গফুর-নজিরকে এক করলো বিএনপির জেলা কমিটি
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২