আইপিএলের
ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মৌসুমের প্রথম ম্যাচ যেন দুঃস্বপ্ন
হয়েই থাকে। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত একবারও জয় দিয়ে আসর শুরু করতে পারেনি
তারা। এবারও সেই ধারা বজায় থাকলো। রোববার (২৩ মার্চ) রাতে চীপকে চেন্নাই
সুপার কিংসের বিপক্ষে হেরে আইপিএল ২০২৫ শুরু করলো পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এদিন
মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট
হারিয়ে ১৫৫ রান তোলে। আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে
তাদের ব্যাটিং ধসে পড়ে। জবাবে ৫ বল হাতে রেখে ৪ উইকেটের সহজ জয় পায় চেন্নাই
সুপার কিংস।
নিউ জিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র দুর্দান্ত
ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ
ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি। ৪৫ বলে ৬৫ রানে
অপরাজিত থাকেন রাচিন। তার আগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রানের
ঝোড়ো ইনিংস উপহার দেন।
এর আগে, মুম্বাইয়ের পক্ষে তিলক ভার্মা
সর্বোচ্চ ৩১ রান করেন (২৫ বলে)। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ২৬ বলে ২৯
রান, আর দিপক চাহার ১৫ বলে ২৮ রান যোগ করেন। তবে দলের বাকি ব্যাটাররা ছিলেন
ব্যর্থ।
মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মার জন্য দিনটি আরও
হতাশার ছিল। শূন্যরানে আউট হয়ে আইপিএলের একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম
লিখিয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১৮ বার শূন্যরানে আউট
হওয়ার তালিকায় এতদিন শীর্ষে ছিলেন দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। এবার
তাদের সঙ্গে যুক্ত হলেন রোহিতও।
চেন্নাইয়ের জয়ে বড় ভূমিকা রাখেন নূর
আহমেদ। মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই আফগান রিস্টস্পিনার।
এছাড়া পেসার খলিল আহমেদ নেন ৩ উইকেট। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ভিনেশ
পাথুর ৩টি উইকেট তুলে নেন, তবে দলের হার এড়াতে তা যথেষ্ট ছিল না।