প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১:০২ পিএম |
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ও এক মাদক কারবারিসহ তিন অপরাধীকে গ্ৰেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি ইউনিয়নের খাটরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানান, চৌদ্দগ্রামে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২৩ বীর সদস্যরা মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট তিনজন অপরাধীকে গ্রেফতার করেছেন। অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের স্থানীয় থানায় সোপর্দ করেছে।
তিনি জানান, প্রথমে উপজেলার খাটরা এলাকা থেকে শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বাড়িতে অভিযান চালিয়ে সেনা টহল দল ২ কেজি গাঁজা উদ্ধার করে।
অপর একটি অভিযানে একই দিন ভোর গুনবতী ইউনিয়নে অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি দা উদ্ধার করা হয়। জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
অন্য একটি অভিযানে খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় এবং পরে সে গুনবতী ইউনিয়নে গ্যাং কার্যক্রমে জড়িত হয়। সে পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।
প্রতিটি অভিযানের পর গ্রেফতারকৃতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।