শেষ
দিকের দুই গোলে বার্সেলোনাকে তাদের মাঠেই হারিয়েছে রেয়াল মাদ্রিদ। টানা ১৮
হারের পর মেয়েদের ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের প্রথম জয়। নারী ফুটবলের এল
ক্লাসিকোয় বার্সেলোনার জয়যাত্রা থেমে গেল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে
প্রথম জয়ের স্বাদ পেল রেয়াল মাদ্রিদ।
লিগা এফ এর ম্যাচে রোববার
বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-১ গোলে হারায় রেয়াল। ৮৬ মিনিট পর্যন্ত
স্কোরলাইন ছিল ১-১। এরপর দুই গোল করে জয় তুলে নেয় রেয়াল।
এই দুই দলের আগের ১৮ বারের দেখায় সবকটিতে জিতেছিল বার্সেলোনা।
লিগে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত পাঁচ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা।