রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার
(২১ মার্চ) সন্ধ্যায় চান্দিনা মধ্য বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা
হয়। মো. সেলিম চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।
২০১২ সালের একটি মামলায় তার তিন বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা অনাদায়ে
আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় কুমিল্লার আদালত।
চান্দিনা থানার
উপ-পরিদর্শক (এস.আই) ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক
করে বলে নিশ্চিত করেন। পরদিন শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে
পাঠায় পুলিশ।