বছরজুড়ে
ট্রেনিংয়ের মধ্যে থাকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)
মেয়েরাই যে ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হবে, সেটা অনুমিতই ছিল। গ্রুপ
পর্বের ৫ ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বিকেএসপি। তাদের জয়ের ব্যবধান
ছিল ১৫ থেকে ১৮ গোলের ব্যবধানে।
পাঁচ ম্যাচে ৮২ গোল দিয়ে হজম করেছে
মাত্র একটি। সেমিফাইনালে রাজশাহীকে হারিয়েছে ৮-০ গোলে। এমন ধারাবাহিকতায়
ফাইনালে ওঠা দলটির কাছে শিরোপা নির্ধারণী ম্যাচে কিশোরগঞ্জ কত গোল খায়,
সেটিই ছিল দেখার। এর আগে গ্রুপ পর্বে দুই দলের দেখায় বিকেএসপির জয় ছিল ১৫-০
গোলে।
শনিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেই কিশোরগঞ্জ গ্রুপ পর্বের চেয়ে ৭ গোল কম খেয়ে হেরেছে ৮-০ ব্যবধানে।
কিশোরগঞ্জ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল যশোরের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিশোরগঞ্জের মেয়েরা জিতেছিল ২-১ ব্যবধানে।